ঢাকা: ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) এর প্রধান হতে যাচ্ছেন জগমোহন ডালমিয়া। সোমবার চেন্নাইয়ে বোর্ডের বাৎসরিক সভায় তার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ডালমিয়া দ্বিতীয়বারের মতো বিসিসিআই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে যাচ্ছেন।
গতকাল রোববার মনোনয়নপত্র জমা দেন ডালমিয়া৷ কিন্তু বিরোধী পক্ষ শারদ পাওয়ার গোষ্ঠী কোনও প্রার্থী দিতে না পারায়, বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফের বোর্ড প্রধান হতে চলেছেন ৭৪ বছর বয়সী ডালমিয়া৷
১১ বছর পর আবার বিসিসিআইয়ের সভাপতির আসনে বসতে যাচ্ছেন জগমোহন। এর আগে ২০০১ থেকে ২০০৪ সাল অবধি বিসিসিআইয়ের সভাপতি পদে ছিলেন জগমোহন ডালমিয়া৷
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫