ঢাকা: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করায় ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার এখন শ্রীলংকান ক্রিকেটার তিলকারত্নে দিলশান। ফলে একই সাথে তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডারের মুকুট আবারও হারালেন সাকিব আল হাসান।
আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, সাকিবকে অনেকটা পেছনে ফেলেছেন দিলশান। ৪০৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন দিলশান। ৩৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আর ৩৯৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ম্যাথুস।
এবারের বিশ্বকাপে এ অবধি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক দিলশান। চার ম্যাচে ২২৯ রান করেছেন তিনি। সেই সাথে তিনটি উইকেটও নিয়েছেন। শীর্ষে উঠতে এই পারফরম্যান্স সহায়তা করে দিলশানকে।
পক্ষান্তরে, তিন ম্যাচে সাকিবের সংগ্রহ ১০৯ রান। দুটি উইকেট দখলে রয়েছে তার।
ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শ্রেষ্ঠত্ব হারালেও টেস্ট ও টি-টোয়েন্টি’র সেরা অলরাউন্ডার হিসেবে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন সাকিব আল হাসান।
গত ১২ জানুয়ারি প্রথমবারের মতো তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার হন সাকিব। কিন্তু তার ১০ দিনের মাথায় সাকিবকে হটিয়ে ওয়ানডে অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার উপরে উঠে আসেন অ্যাজ্ঞেলো ম্যাথুস। পরে ম্যাথসুকে সরিয়ে আবারও শীর্ষে ওঠেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত সাকিবই ছিলেন তিন ফরম্যাটেরই বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫