ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্মিথের সেঞ্চুরির আক্ষেপ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
স্মিথের সেঞ্চুরির আক্ষেপ ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র পাঁচ রানের জন্য বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির আক্ষেপ থেকে গেল স্টিভেন স্মিথের। সাপুর জাদরানের বলে আউট হবার আগে ৯৮ বলে আট চার এক ছয়ে ৯৫ রান করার পর প্যাভিলিয়নে ফিরলেন স্মিথ।



এর আগে ডেভিড ওয়ার্নার ও স্মিথ অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে রেকর্ড ২৬০ রানের জুটি গড়েছিলেন। আগের রেকর্ডটি ছিল ২০০৯ স‍ালে ইংল্যান্ডের বিপক্ষে রিকি পন্টিং ও শেন ওয়াটসনের। তারা করেছিলেন ২৫২ রান।

পরে ওয়ার্নার বিশ্বকাপে ‍অজিদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস(১৭৮)খেলে আউট হন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।