ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার তামিম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার তামিম

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত শতক হাঁকাতে পারেন নি। স্কটল্যান্ডের বিপক্ষে সে আশা তৈরি করেও হতাশ করলেন তামিম।

মাত্র পাঁচ রান দূরে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি।

তবে বৃহস্পতিবার (০৫ মার্চ) স্কটল্যান্ডের বিপক্ষে করা তামিমের ৯৫ রানের ইনিংসটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।

এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের করা ৮৭ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ।

বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ স্কোরটি ইমরুল কায়েসের। ২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডেস বিপক্ষে ৭৩ রানে অপরাজিত থেকে এ রেকর্ড গড়েন তিনি।

৭১ রান নিয়ে এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। আর ৭০ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন সর্বোচ্চ স্কোরার তামিম।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।