ঢাকা: অ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে ইতিমধ্যে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আর বিশ্ব আসরে টাইগারদের এমন জয়ের পর দলটিকে প্রশংসায় ভাসালেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
১৯৯৯ আসরে প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। আর সেবারের দলপতি বুলবুল জানালেন, এটি অসাধারণ একটি জয়। যেখানে দলটিতে তামিম বা সাকিব পারর্ফম করতে না পারলেও টাইগাররা জয় পেয়েছে।
আইসিসি’র ওয়েবসাইটে লেখা এক কলামে বুলবুল বলেন, ‘ এটি বাংলাদেশের একটি কার্যকারী জয়। যেখানে দলটি তামিম, সাকিবের পারর্ফম ছাড়াই জয় পেয়েছে। দলটি দেখিয়েছে তারা কত শক্তিশালী। ’
এদিকে বুলবুল আরো প্রশংসা করেছেন ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদের। যার ১০৩ রানের কল্যানে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৭৫ রানের লড়াকু পুঁজি পায়।
বুলবুল আরো বলেন, ‘ মাহমুদুল্লাহ’র ধারাবাহিকতা অসাধারণ আর চার নম্বর ব্যাটিংয়ে সে দারুণ খেলে। তার ভালো খেলাই তাকে বিশ্বকাপে দলের প্রথম সেঞ্চুরি করতে সাহায্য করেছে। ’
তিনি তার লেখায় বর্তমান দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রশংসা করতেও ভুললেন নি। ৪৭ বছরের সাবেক এ ক্রিকেটার আরো যোগ করেন, আমি মনেকরি মাশরাফি দলকে দারুণ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে বোলিংয়েও পরিবর্তন আনছে। আর সাকিবকে পুরো ওভার করানোটা ভালো হয়েছে কারণ তার বোলিং ইংলিশদের চাপে রেখেছিল। ’
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫