ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোয়ার্টার শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
কোয়ার্টার শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

ঢাকা: দেখতে দেখতে শেষ হয়ে আসছে বিশ্বকাপের ১১তম আসর। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে।

আর এখন পর্যন্ত ৪৬টি ম্যাচ শেষে দারুণ আধিপত্য দেখা গেছে ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে।

এবারের আসরে এখন অব্দি সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে বাদ পড়া শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। সাত ম্যাচে রেকর্ড টানা চারটি সেঞ্চুরি সহ ৫৪১ রান নিয়ে সবার ওপরে আছেন এ বাঁহাতি। এবারের আসরে ব্যাটিং গড়ও তার সবচেয়ে বেশী(১০৮.২০)। আর স্ট্রাইক রেট ছিল ১০৫.৮৭।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে রেকর্ড ২৩৭ রানে অপরাজিত থাকা নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল তালিকায় দ্বিতীয়স্থানে পৌঁছে গেছেন। সাত ম্যাচে তিনি দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে ৮৩ গড়ে করেছেন ৪৯৮ রান। আর ৪৪ রান করলে এ কিউই ব্যাটসম্যান সাঙ্গাকারাকে পেরিয়ে শীর্ষে পৌঁছে যাবেন।

সেরা পাঁচে পরের অবস্থানগুলোতে আছেন যথাক্রমে ছয় ম্যাচ খেলা জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি নিয়ে ৪৩৩ রান, সাত ম্যাচ খেলা দ.আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি সহ ৪১৭ রান ও সাত ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি নিয়ে ৩৯৫ করা আরেক লঙ্কান তিলকারত্নে দিলশান।

বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি সহ ৩৬৫ রান করে তালিকার সপ্তমস্থানে আছেন।

এদিকে সর্বোচ্চ উইকেট শিকারির দিক থেকে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। সাত ম্যাচে ৪.২১ ইকোনোমি ও ১৪.৬৩ গড়ে ১৯টি উইকেট নিয়েছেন এ বাঁহাতি বোলার। তার পরেই আছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তিনি ছয় ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট।

পরের দুজন ১৭টি করে উইকেট পেলেও এক ম্যাচ কম সেই সঙ্গে গড় ও ইকোনোমি ভালো থাকায় এগিয়ে তিনে আছেন ভারতের মোহাম্মদ শামি। চারে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলর। পাঁচে অবস্থান করছেন সাত ম্যাচ খেলে ১৬টি উইকেট নেয় পাকিস্তানের ওহাব রিয়াজ।

বিশ্বকাপে ফাস্ট বোলারদের আধিপত্য থাকলেও তালিকার ষষ্ঠ ও সপ্তমস্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি(১৫) ও দ.আফ্রিকার ইমরান তাহির(১৫)।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।