ঢাকা: চলতি বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। দু’আঙ্গুলের গাপটিল একাই করেন অপরাজিত ২৩৭ রান।
মহাকাব্যিক এ ইনিংসের পর গাপটিলকে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তার জীবন কাহিনী। শৈশবে এক দুর্ঘটনায় গাপটিলের বাঁপায়ের তিনটি আঙ্গুল কাটা পড়ে। অনেকে মনে করছেন দু’আঙ্গুলের গাপটিল তাই ম্যাচের শেষ ওভারে হাতের দুটি আঙ্গুল দেখিয়ে তার অতীত ইতিহাস মনে করিয়ে দিচ্ছিলেন।
কিন্তু আসল ঘটনাটি সেটি নয়। ২৮ বছর বয়সী এ ব্যাটসম্যান দলের বর্তমান ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানকে ইনিংসের শেষ ওভারে হাতের দুই আঙ্গুল দেখিয়েছেন। কিন্তু কি কারণে আর কেনইবা তিনি দুই আঙ্গুল দেখালেন?
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের এ ম্যাচে ইনিংসের শেষ ওভারে আন্দ্রে রাসেলের প্রথম বলে বিশাল ছক্কা হাঁকান গাপটিল। ততক্ষনে গাপটিল পৌঁছে গেছেন ২২৩ রানে। এরপরই তিনি হাতের গ্লাভস খুলে দুই আঙ্গুল প্রদর্শন করেন।
গাপটিলের এ ছয়টি ছিল ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের দীর্ঘ ছয়। ১১০ মিটার দীর্ঘ এ ছয়টি ক্রেইগ ম্যাকমিলানের হাঁকানো রেকর্ড দূরত্ব অতিক্রম করা ছয়টিকে ছাপিয়ে যায়। তারই ফলশ্রুতিতে গাপটিল ম্যাকমিলানকে দুই আঙ্গুল দেখান।
অবশেষে ১৬৩ বলে ২৪টি চারের পাশাপাশি দুই আঙ্গুলের গাপটিল ১১টি ছক্কার সাহায্যে ২৩৭ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ২২ মার্চ ২০১৫