ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছয় সপ্তাহের ক্রিকেটযুদ্ধের ফয়সালা মেলবোর্নে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
ছয় সপ্তাহের ক্রিকেটযুদ্ধের ফয়সালা মেলবোর্নে ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ প্রায় ছয় সপ্তাহব্যাপী ক্রিকেটযুদ্ধের মীমাংসা করতে রোববার (২৯ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নামছে এবারের বিশ্বকাপের দুই আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। লক্ষাধিক দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে শিরোপার জয়ের মহারণ শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।



লড়াই শুরুর আগে থেকেই বলা হচ্ছে, প্রথমবারের মতো শিরোপার স্বাদ নিতে প্রাণপণ লড়াইয়ে নামবে রিচার্ড হ্যাডলি-মার্টিন ক্রো’র নিউজিল্যান্ড, অন্যদিকে ঘরের মাঠের সুবিধা নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে চাইবে অস্ট্রেলিয়া।

শুরু থেকেই দুর্দান্ত দাপটের সঙ্গে খেলছে এবারের বিশ্বকাপের সহযোগী আয়োজক নিউজিল্যান্ড। পুরো টুর্নামেন্টে ব্ল্যাকক্যাপসরা অপরাজিত থেকে স্বপ্নের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আর বিশ্বকাপের আসরে এবারই প্রথম ফাইনালে উঠলো কিউই বাহিনী। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় অস্ট্রেলিয়াকেও এক উইকেটে হারিয়েছিল তারা।

কিউইদের সব খেলোয়াড়ই রয়েছেন সেরা ফর্মে। ব্যাটিং-বোলিং সব ক্ষেত্রে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে দলকে ইতিহাসের সাক্ষী হওয়ার দোরগোড়ায় নিয়ে এসেছে ব্রেন্ডন ম্যাককালাম বাহিনী।

অন্যদিকে, গ্রুপ পর্বের পাঁচ (বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি) খেলায় চারটি জয় এবং কোয়ার্টার ও সেমিফাইনালের বাধা পেরিয়ে শিরোপার শেষ ময়দানে এসেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে তারা গতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।

এ বিশ্বকাপের আগ পর্যন্ত ছয়বার বিশ্বকাপে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে অজিদের। এর মধ্যে চারবারই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে তারা।

ইতিহাস-পরিসংখ্যান অজিদের পক্ষে হলেও পুরো টুর্নামেন্টের পারফরম্যান্স বিচারে নিউজিল্যান্ডকে নিয়ে নতুন করে গেম প্ল্যান করতে হচ্ছে মাইকেল ক্লার্ক বাহিনীকে। অস্ট্রেলিয়ার সাবেক লিজেন্ডরাও এজন্য দলকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে উৎসাহ দিচ্ছেন।

নিজেদের মাটিতে শেষ সাতবারের দেখায় সবক’টায় টস হেরেছে অজিরা। তবে টস হারলেও জয় তুলে নিয়েছে পাঁচটিতে। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত পাঁচ বছরে ১২টি খেলার দু’টো বাদে সবক’টিতেই জিতেছে অজিরা।

একদিনের আন্তর্জাতিক ম্যাচে দু’দলের মোট ১২৫ বার দেখা হয়েছে। এর মধ্যে ৮৪টিতে অজিরা এবং ৩৫টিতে ব্লাক ক্যাপরা জয় পেয়েছে। বাকি ছয় খেলার কোনো ফলাফল আসেনি।

১৯৭৪ সালের ৩০ মার্চ ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায় অজিরা। আর চলতি বিশ্বকাপে সবশেষ দেখায় গ্রুপ পর্বের ম্যাচে অজিরা এক উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের কাছে।

ইতিহাস-পরিসংখ্যানেরই পুনরাবৃত্তি ঘটবে, নাকি নতুন ইতিহাস রচিত হবে, তার জন্য রোববারের এ মহারণের সাক্ষী হতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যেমন ৮০-৯০ হাজার দর্শক উপস্থিত থাকবেন, তেমনি বিশ্বজুড়ে টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন কোটি ক্রিকেটভক্ত।

সবকিছু ঠিক থাকলে শিরোপার মহারণে দু’দলই সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

সম্ভাব্য অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জোস হেজেলউড।

সম্ভাব্য নিউজিল্যান্ড একাদশ
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।