ঢাকা: সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাজে আম্পয়ারিং নিয়ে প্রতিবাদ করায় অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আইসিসি সভাপতি আ.হ.ম মোস্তফা কামালকে। দেশে ফিরে ক্রিকেট পাগল বাংলাদেশের জনগনের সামনে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, আইসিসির সভাপতি আগামী বুধবার সাড়ে ১১টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। এরপরই তিনি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর প্রেক্ষাপট ও পরবর্তী করণীয় জাতির সামনে তুলে ধরবেন।
নিয়ম লংঘন করে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের হাতে ট্রফি তুলে দেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান এন শ্রীনিবাসন। অথচ আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী যেটা তুলে দেওয়ার কথা ছিল আইসিসি সভাপতি আ.হ.ম মোস্তফা কামালের। অথচ ট্রফি তুলে দেয়া দূরে থাক, পুরস্কার বিতরণী মঞ্চেই রাখা হয়নি কামালকে।
বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে এর আগে প্রতিবাদ জানিয়েছিলেন আইসিসি সভাপতি। এবারও চুপ থাকতে চাইছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আইসিসির বর্তমান সভাপতি মোস্তফা কামাল। আক্ষেপ নিয়েই তিনি বলেছিলেন, ‘আইসিসির সভাপতি হিসেবে আমার সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। ’
বিশ্বকাপযজ্ঞ শেষে মেলবোর্নে একাধিক বাংলাদেশি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে কামাল বলেন, ‘আমি ঢাকায় ফিরে লিগ্যাল অপিনিয়ন নিয়ে কথা বলবো। আপনাদেরকে (সাংবাদিকদের) দাওয়াত দিচ্ছি। আপনাদের মাধ্যমেই সারা বিশ্বকে আমি জানাবো, কারা ক্রিকেটকে ধ্বংস করছে। তারা সংবিধান মানে না। সংবিধান পরিপন্থী কাজ করে। এটা জানানো দরকার। ’
ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটপ্রেমী হিসেবে তিনি আরও যোগ করেন, আপনাদের মাধ্যমে আমার এটা বলার আছে-দেশের মানুষ যাতে আমাকে ভুল না বুঝে। আমি সারাটা জীবন ক্রিকেটের জন্য দিয়েছি। আমি জানি ক্রিকেট অনেক গুরুত্বপূর্ণ আমার দেশের জন্য। ’
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ১০ মার্চ বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়ায় যান আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৫