ঢাকা: সদ্য সমাপ্ত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় দ. আফ্রিকা। তবে, সেমিফাইনালের আগেই নাকি প্রোটিয়া দলপতি এবিডি ভিলিয়ার্স ম্যাচে মাঠে নামতে চাননি।
বর্ণবৈষম্যের বিষয়টি দক্ষিণ আফ্রিকার জন্য নতুন কোনো বিষয় নয়। শ্বেতাঙ্গ আর কৃঞ্চাঙ্গদের মধ্যে এখনও বর্ণবৈষম্যের ব্যাপারটি লক্ষ্য করা যায়। তারই ধারাবাহিকতায় দ. আফ্রিকার ক্রিকেট দলে মূল একাদশ বাছাইয়ে একজন কৃঞ্চাঙ্গ ক্রিকেটার রাখতে হয়।
দারুণ ছন্দে থাকা কাইল অ্যাবোটের পরিবর্তে সে ম্যাচে কোটা পদ্ধতিতে ভারনন ফিল্যান্ডারকে রাখা হয়। কিন্তু তাতে বাধ সাধেন ভিলিয়ার্স।
ক্রিকেট বোর্ডকে তিনি জানিয়েছিলেন, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে যেনো কোনো কোটা পদ্ধতির ভিত্তি রাখা না হয়। তিনি এমনও বলেছিলেন, ফর্মে থাকা অ্যাবোটকেই যেনো দলে রাখা হয়।
কিন্তু তারপরও সেমিফাইনালের ম্যাচে অ্যাবোটের পরিবর্তে ফিল্যান্ডারকে রাখা হয়েছিল। আর সে ম্যাচে ৮ ওভার বল করে উইকেট শূন্য থেকে কৃঞ্চাঙ্গ ফিল্যান্ডার দিয়েছিলেন ৫২ রান।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৫