ঢাকা: বিশ্বকাপে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।
যার উপহারস্বরুপ ম্যাককালাম পেয়েছেন নিউজিল্যান্ডের বর্ষসেরার পুরস্কার। বুধবার তার হাতে এ পুরস্কার (স্যার রিচার্ড হ্যাডলি মেডেল) তুলে দেওয়া হয়।
ক্রিকেটের তিন ক্যাটাগরিতেই ম্যাককালামের অনবদ্য পারফর্মের কারণে তাকে এ পুরস্কার দেওয়া হয়। ৩৩ বছর বয়সী ম্যাককালাম এক ক্রিকেট ক্যালেন্ডারে (এক বছরে) কিউইদের হয়ে এক হাজার রানের মাইলস্টোন পূর্ণ করেন।
বর্ষসেরা বোলার হয়েছেন ট্রেন্ট বোল্ট। সদ্য সমাপ্ত বিশ্বকাপে উইকেট শিকারের দিক দিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জয়ী অজি পেস তারকা মিচেল স্টার্কের পরেই ছিলেন বোল্ট।
এছাড়া ইন্টারন্যাশনাল ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন সুজি বেটস। আর ব্যাটিং বর্ষসেরা এবং ওয়ানডে, টেস্ট আর টি-টোয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার হন কেন উইলিয়ামসন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৫