ঢাকা: পাকিস্তানি ফাস্টবোলার জুনায়েদ খানের বলে বিশাল এক ছক্কা মেরে ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বিশতক হাঁকিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দ্বিশতক রান পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
আরেক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে প্রথম উইকেট জুটিতে ৩০০ রানের মাইলফলকে স্পর্শ করেন তামিম।
নিজের প্রথম দ্বিশতক তুলে নিতে তামিম ইকবাল মোকাবেলা করেন ২৬৪টি বল। ১৭টি চার ও ৭টি ছয়ের মারে ইনিংসটি সাজান তিনি।
শনিবার (০২ মে) সকালে আগের দিনের ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি খেলতে নামে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
পাকিস্তানি স্পিনার জুলফিকার বাবরের বলে ইমরুল কায়েস আউট হলে ৩১২ রানে থেকে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। এরপর ক্রিজে এসে ২১ রান সংগ্রহ করে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক ফিরে যান।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মে ০২, ২০১৫/আপডেট: ১৪০৫ ঘণ্টা
এমজেএফ/