ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিসবাহ’র কন্ঠে টাইগারদের প্রশংসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মে ২, ২০১৫
মিসবাহ’র কন্ঠে টাইগারদের প্রশংসা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অসাধারণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত খুলনা টেস্ট ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৩৩২ রান করলে পাকিস্তান ৬২৮ রান করে।

ততক্ষনে বাংলাদেশ ২৯৬ রানের লিডে চাপা পড়ে। তবে তামিম ও ইমরুল ওপেনিং জুটিতে ৩১২ রানের রেকর্ড পার্টনারশীপ গড়লে ম্যাচে নিয়ন্ত্রণ পায় টাইগাররা।

এদিকে এ ম্যাচে টাইগারদের অসাধারণ পারফরম্যান্সের পর স্বাগতিকদের প্রসংশাই করলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। ম্যাচ শেষে পুরস্কার বিরতরণী অনুষ্ঠানে মিসবাহ বলেন, ‘তামিম ও ইমরুল অসাধারণ ব্যাটিং করেছে। আসলে আমরা তিন’শ রানের মত লিড দিয়েও তাদের চাপে রাখতে পারিনি। আমি এ ম্যাচের পুরো কৃতিত্বই বাংলাদেশকে দিচ্ছি। ’

এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে তামিম, ইমরুলের সঙ্গে রেকর্ড পার্টনারশীপের পর বাংলাদেশের হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। পরে তিনি ২৭৮ বলে ১৭ চার ও সাত ছয়ে ২০৬ রান করে আউট হন।

অন্যদিকে তামিমের সঙ্গে প্রায় সমান তালেই লড়েছেন ইমরুল। তিনি ২৪০ বলে ১৬ চার ও তিন ছয়ে ক্যারিয়ার সেরা ১৫০ রান করে আউট হন। এছাড়া খেলার শেষ পর্যন্ত ব্যক্তিগত ৭৪ রান করে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।