ঢাকা: বাংলাদেশ সফরে পাকিস্তানের ক্রিকেটার হিসেবে ব্যাটিংয়ে অত্যন্ত ধারাবাহিক আজহার আলী। ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও হাসছে তার ব্যাট।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে আজহার জানালেন, মিরপুর টেস্টে তাদের পরিকল্পনা অনুযায়ীই খেলছে পুরো দল।
আজহার সাংবাদিকরদের আরো বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল বড় একটি সংগ্রহ দাঁড় করানো। ব্যাটসম্যানরা সেটা করে দিয়েছে। বোলিংয়ে আমরা চেয়েছিলাম দিন শেষ হওয়ার আগে বাংলাদেশের চার-পাঁচটা উইকেট তুলে নিতে। সেটিতেও আমরা সফল হয়েছি। পরিকল্পনা অনুযায়ী-ই সব হয়েছে। ’
ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তান দলের লক্ষ্য কী জানতে চাইলে আজহার সাংবাদিকদের জানান, ‘যত দ্রুত সম্ভব তাদের অলআউট করা। প্রথম সেশনটা কাল পেসারদের পক্ষেই যাবে। সেক্ষেত্রে পেসারদের-ই দায়িত্বটা নিতে হবে। ’
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিসে ৪৫০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১০৭ রান। ফলোঅন এড়াতে টাইগারদের প্রথম ইনিংসে করতে হবে আরো ২৫১ রান।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এসকে/এমএমএস