ঢাকা: মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রকৃতি বড় একটা ‘খেলা’ করলো! লাঞ্চ বিরতি শেষ হতেই মিরপুরের আকাশ ভারী হলো। পুরো আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে দমকা হাওয়া।
সেই পরিকল্পনা অবশ্য উড়ে গেছে কিছু সময় বাদেই। মেঘাচ্ছন্ন আকাশের মাঝে হঠাৎ চকচকে রোদের খেলা। সম্ভাব্য সেই বৃষ্টি এলো দ্বিতীয় দিনের খেলা শেষে। যতক্ষনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ঘাস পানিতে ভিজলো ততক্ষনে বাংলাদেশ হারিয়েছে টপঅর্ডারের পাঁচ উইকেট।
দিনের শেষ ওভারের পঞ্চম বলে আউট হয়েছেন দলপতি মুশফিকুর রহিম। পাক লেগ স্পিনার ইয়াসির শাহ’র গুগলি রিড করতে পারেন নি ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাকফুটে কাট করতে গিয়ে সরাসরি বোল্ড। অধিনায়কের এমন বিদায়ে ফলোঅনে পরার শঙ্কায় এখন বাংলাদেশ।
পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১০৭ রান। ফলোঅন এড়াতে টাইগারদের প্রথম ইনিংসে করতে হবে আরো ২৫১ রান।
সন্ধ্যার বৃষ্টিতে মাঠ ভেজায় তৃতীয় দিনের সকালটায় পাকিস্তানী পেসারদের বলের আক্রমণ আরো বাড়বে বৈ কী! সেক্ষেত্রে মিরপুর টেস্ট বাঁচাতে হলে পেছনের টেস্টের (খুলনা টেস্ট) মতো মহাকাব্যিক কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে।
তবে বৃষ্টির আগেই উইকেট নিয়ে স্বয়ং ক্রিকেটারদের যে মত, তাতে তৃতীয় দিনের প্রথম সেশনটা ভয়ংকর হতেই পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। ইয়াসির শাহ’র গুগলিতে বোল্ড আউট হওয়া ইমরুল কায়েস টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে যেমন বললেন, ‘প্রথম দিনে উইকেট পেস সহায়ক ছিল। ভাগ্যও আমাদের সহায় ছিল না। তা না হলে এই উইকেটে ওরা এত রান করতে পারত না। গতকাল পেসার শহীদও জানিয়েছিলেন, উইকেটে ভালো মুভমেন্ট আছে।
ডাবল সেঞ্চুরি হাঁকানো আজহার আলী আজ (বুধবার) সংবাদ সম্মেলনে জানালেন, তৃতীয় দিনের সকালের সেশনটা কাজে লাগানোই পাকিস্তানের লক্ষ্য। আজহারের মতে, সকালটা পেসারদের অনুকূলে থাকবে। উইকেটের সেই সুবিধাটা পুরোপুরি কাজে লাগিয়ে দ্রুত বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাতে চায় সফরকারীরা।
এসব কথা যেন বাংলাদেশকে আরো চোখ রাঙানি দিচ্ছে। বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারবে তো-এমন প্রশ্নই এখন সমর্থকদের। ম্যাচ বাঁচানোটা বাংলাদেশের হাতে থাকুক আর নাই থাকুক, উইকেট যতই বৈরী হোক সাকিব-সৌম্যদের জন্য। কিচ্ছু যাবে-আসবে না যদি নামে বৃষ্টি নামে। এখন বৃষ্টিই পারে বাংলাদেশের ম্যাচ বাঁচাতে!
সংবাদ সম্মেলনে বৃষ্টি নিয়ে এক সাংবাদিকের দুষ্টুমিতে ইমরুল কায়েসের পাল্টা দুষ্টুমি ‘বৃষ্টি যদি হইতে থাকে, হইতে থাক। অসুবিধা কি। ’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ম্যাচে বড় ব্যবধানে জয় পায়। খুলনা টেস্টে প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করে তারা। শেষ ম্যাচ ড্র করে হারবিহীন একটি পূর্নাঙ্গ সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। সেই চাওয়াটা যদি পূর্নতা দেয় ‘বৃষ্টি’। তাতে মন্দ কি?
তাতে আসন্ন ভারত সিরিজের আগে গতিবেগ বাংলাদেশের পক্ষেই থাকবে। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে দলীয় সাফল্য অনেক গুরুত্বপূর্ন বিষয়। টেস্ট সিরিজ ড্র করার যে আশা নিয়ে মুশফিকের হাতে মাশরাফি দায়িত্ব সপেছিলেন সেটি অন্তত বাঁচিয়ে রাখুক বৃষ্টি-এমন প্রত্যাশাই করছেন টাইগারভক্তরা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এসকে/আরএম