ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুন নিয়মে টাইগার-প্রোটিয়া ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
নতুন নিয়মে টাইগার-প্রোটিয়া ম্যাচ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন নিয়মে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এর আগে টাইগার-প্রোটিয়াদের টি-টোয়েন্টি সিরিজের দু’টি ম্যাচও আইসিসি’র নতুন নিয়মে অনুষ্ঠিত হয়েছিল।



মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে নতুন নিয়ম অনুযায়ী যে কোনো ‘নো’ বলে ‘ফ্রি হিট’র সুযোগ পাচ্ছেন ব্যাটসম্যান। এর আগে, কেবল বোলারের ওভারস্টেপিংয়ের (লাইন মিস) জন্য ‘নো’ বলে ‘ফ্রি হিট’র সুযোগ পেতেন ব্যাটসম্যান।

এ সুবিধা ছাড়াও ওয়ানডে ম্যাচে আরও কিছু নতুন নিয়ম ‍চালু হয়েছে। এখন আর ব্যাটিং পাওয়ার প্লে থাকছে না। আর প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুইজন খেলোয়াড়; পরের ৩০ ওভারে সর্বোচ্চ চারজন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারছেন।

তবে, বৃষ্টি বাধায় টাইগার-প্রোটিয়া ম্যাচে ওভার কেটে ৪০ ওভারে নামিয়ে আনা হয়েছে। নতুন নিয়ম মেনে এ ম্যাচে পাওয়ার প্লে থাকছে প্রথম ৮ ওভার। ৩২ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত (৮ ওভার) ৩০ গজের বাইরে পাঁচ ফিল্ডার দাঁড়াতে পারবেন।

গত ২৭ জুন বার্বাডোজে আইসিসি’র বার্ষিক সভায় নতুন এ নিয়মের কথা জানান আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ১০ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।