ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিকের হাল ধরার চেষ্টা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
সাকিব-মুশফিকের হাল ধরার চেষ্টা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: টপঅর্ডারের চার ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর সাকিবের সঙ্গে জুটি গড়তে আসেন মুশফিক। দলীয় ৪০ রানের মাথায় সৌম্যর বিদায়ে মুশফিক মাঠে নামেন।

এ জুটি হতে ৩১ রান এসেছে।

১৫ ওভার থেকে বাংলাদেশ চার উইকেট হারিয়ে তুলেছে ৭১ রান। পাওয়ার প্লে’র ৮ ওভার থেকে স্বাগতিকদের আসে ৪২ রান।

অভিষেক ম্যাচেই রাবাদার অসাধারণ হ্যাটট্রিকে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে দলকে বিপদে ফেলে বিদায় নেন ১৪৮ ওয়ানডে খেলা তামিম। রাবাদার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে বাঁহাতি এ ওপেনার ১৩ বলে কোনো রানই নিতে পারেন নি। পরের বলেই লিটনকে ফিরিয়ে দেন রাবাদা।

১৪টি ওয়ানডেতে নামা সৌম্যর সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে জুটি গড়তে আসেন লিটন। তবে, প্রথম বলেই বেহারদিয়ানের তালুবন্দি হন লিটন। চার নম্বরে নামা মাহমুদুল্লাহকে এলবির ফাঁদে ফেলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন রাবাদা।

দলীয় ১৭ রানের মাথায় তামিম, লিটন আর মাহমুদুল্লাহর বিদায়ের পর ব্যাটিংয়ের হাল ধরেন ওপেনার সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। তবে, ইনিংসের অষ্টম ওভারে রাবাদার চতুর্থ শিকারে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন সৌম্য। জেপি ডুমিনির হাতে ধরা পড়ার আগে সৌম্য ২৭ বলে চারটি চারের সাহায্যে ২৭ রান করেন।

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েন এনামুল হক বিজয়, আরাফাত সানি আর রুবেল হোসেন। দ. আফ্রিকার একাদশ থেকে বাদ পড়েন অ্যারন ফাঙ্গিসো, মরনে মরকেল, ওয়েইন পারনেল এবং ম্যাকলারেন।

বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসে ম্যাচ। যেখানে পাওয়ার প্লে ধরা হয় প্রথম ৮ ওভার আর ৩২ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত (৮ ওভার) ৩০ গজের বাইরে পাঁচ ফিল্ডার দাঁড়ানোর নিয়ম বেঁধে দেওয়া হয়।

বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, জুবায়ের হোসেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়ান, ক্রিস মরিস, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও রাবাদা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১০ জুলাই ২০১৫
এমআর

** টপঅর্ডারের চার ব্যাটসম্যান সাজঘরে
** অভিষেকেই হ্যাটট্রিক রাবাদার, বিপর্যয়ে বাংলাদেশ
** ব্যাটিংয়ে তামিম-সৌম্য
** টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।