ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড তাড়া করে অজিদের জিততে হবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
রেকর্ড তাড়া করে অজিদের জিততে হবে ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজের প্রথম টেস্ট অস্ট্রেলিয়াকে জিততে হলে রেকর্ড তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করতে হবে। তৃতীয় দিন শেষে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৯ রানে অলআউট হলে অজিদের সামনে ৪১২ রানের বিশাল টার্গেট দাড়ায়।



স্কোর: ইংল্যান্ড-৪৩০ ও ২৮৯(৭০.১ ওভার)
অস্ট্রেলিয়া-৩০৮

কার্ডিফের সোফিয়া গার্ডেনে শনিবার(১১ জুলাই)ব্যাটিংয়ে নামবে মাইকেল ক্লার্ক বাহিনী। ম্যাচ জেতার জন্য সফরকারীদের হাতে আছে সবকটি উইকেট, দিনও রয়েছে পাক্কা দুইটি। তবে টেস্ট ক্রিকেট ইতিহাসে চার’শর বেশি তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড আছে মাত্র চারটি।

দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট হারিয়ে ২৬৪ রান করলেও তৃতীয় দিনে আরো ৪৪ রানে নিতেই গুটিয়ে যায় দলটি। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। এ নিয়ে অ্যান্ডারসনের টেস্ট উইকেট সংখ্যা হলো ৪০৬।

তিনি এদিন পার করেছেন ক্যারিবীয়ান গ্রেট কার্টলি অ্যামব্রোসকে(৪০৫)। সেই সঙ্গে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ডানহাতি এ বোলার ১১ নম্বরে উঠে আসলেন।   

ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য খুব একটা সুবিধে করতে পারেনি। প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক দলটি। তবে ইনিংসের মাঝে ইয়ান বেল ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট ৯৭ রানের জুটি গড়ে তা সামাল দেন। দু’জনেই সমান ৬০ রান করে করেন। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন স্পিনার নাথান লিওন।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।