ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইকেট ভালো ছিল, আমরা খেলতে পারিনি: বেহারডিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
উইকেট ভালো ছিল, আমরা খেলতে পারিনি: বেহারডিন ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: প্রথম ওয়াডেতে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করেও লড়াই করার মতো পুঁজি গড়তে পারেনি প্রোটয়ারা।

১৬৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৭.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকান ইনিংসের সর্বোচ্চ ৩৬ রান এসেছে সাত নম্বরে ব্যাটিংয়ে নামা ফারহান বেহারডিনের ব্যাট থেকে। সেই বেহারডিনই দুষলেন ব্যাটসম্যানদের।

তিনি মনে করেন ব্যাটসম্যানদের ব্যর্থতায়ই হারতে হয়েছে দ্বিতীয় ম্যাচে, ‘আমাদের ব্যাটসম্যানরা ভালো করেনি। বড় কোনো জুটিই গড়তে পারিনি আমরা। উইকেট কিন্ত খারাপ ছিল না, ভালোই বলা যায়। জেপি ডুমিনি ও ফাফ ডু প্লেসিস কিন্তু সফট ডিসমিসাল ছিল। ’

এ সময় তিনি আরো যোগ করেন, দুটো উইকেট পড়ার পর আমরা প্রেসারে পড়ে যাই। সাকিব এক দিক থেকে রান দিচ্ছিল না। আমরা চাপ থেকে বের হতে পারিনি। প্রথম ওয়ানডেতে কিন্তু খুব সহজেই আমরা ১৬০ রান আমরা চেজ করেছিলাম। ’

স্বল্প পুঁজি দিয়েও জয়ের কোনো মঞ্চ তৈরি করতে চেয়েছিলেন কি না-এমন প্রশ্নের জবাবে বেহারডিন বলেন, ‘সেটা তো অবশ্যই চেয়েছিলাম। আজ সিরিজ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ছিল।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।