ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম পৌঁছেছে টাইগার ও প্রোটিয়ারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
চট্টগ্রাম পৌঁছেছে টাইগার ও প্রোটিয়ারা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ ও সিরিজের প্রথম টেস্টে  অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন মাশরাফি ও হাশিম আমলার দল।   সোমবার বিকেল চারটায় তারা চট্টগ্রামে পৌঁছান।

শাহ আমানত বিমানবন্দরে টাইগার ও প্রোটিয়াদের স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থানীয় কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।

বিকাল ৩টা ৪০মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে চট্টগ্রাম বিমান বন্দরে পৌঁছেন মাশরাফি বাহিনী।   একই ফ্লাইটে আসেন দক্ষিণ আফ্রিকা দলও।   সেখান থেকে বাসে করে কড়া নিরাপত্তায় টিম হোটেলের উদ্দেশ্য রওনা হয় তারা।   বিকেল পৌনে পাঁচটায় পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে পৌঁছায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল।

সন্ধ্যায় টাইগারদের সম্মানে রেডিসন ব্লুতে  ইফতার পার্টির আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফোন অপারেটর ‘রবি আজিয়াটা লিমিটেড’।   সেখানে মাশরাফির দলের অংশ নেওয়ার কথা রয়েছে।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারায় প্রোটিয়ারা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও প্রোটিয়াদের কাছে টাইগাররা অসহায় আত্মসমর্পন করে।   কিন্তু রোববার দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরে মাশরাফির দল।  

১৫ জুলাই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।   ২১ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।   ২৬ জুলাই ঢাকায় ফিরবেন উভয় দল।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এএএম/টিসি

** বিকালে চট্টগ্রাম আসছেন মাশরাফি ও আমলারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।