ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রান তোলায় টাইগার- প্রোটিয়া পার্থক্য যেখানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
রান তোলায় টাইগার- প্রোটিয়া পার্থক্য যেখানে ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচ। খেলা এখন পর্যন্ত পুরোপুরি বাংলাদেশের অনুকূলে।



চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চলতে থাকা এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ১৬৮ রানে থেমে গেছে প্রোটিয়াদের ইনিংস। তাদের এই রান ওভারপ্রতি ৪.২০ গড়ে উঠলেও একসময় ৩ রানেরও বেশি তুলতে ঘাম ঝরাতে হয়েছে সফরকারীদের।

অথচ ডার্কওয়ার্থ লুইস (ডি/এল) পদ্ধতিতে নির্ধারিত ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ রান তুলছে ওভারপ্রতি ৬ এরও বেশি করে।

এ নিয়ে নাদিম নামে ক্রিকইনফোর এক পাঠক বলছেন, ‘এই পিচে ওভারপ্রতি ৪ রান তুলতে যেখানে দক্ষিণ আফ্রিকানদের ঘাম ঝরাতে হয়েছে, সেখানে একই পিচে কী স্বাচ্ছন্দ্যে ৬ রানের বেশি করে তুলছে বাংলাদেশ!’

বুধবারের (১৫ জুলাই) এ ম্যাচে জয় পেলে টানা চতুর্থ সিরিজ জয় নিশ্চিত হবে টিম বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।