ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত খেলেও সেঞ্চুরি বঞ্চিত সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
দুর্দান্ত খেলেও সেঞ্চুরি বঞ্চিত সৌম্য ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৌম্য সরকারের আক্ষেপটা আরো দীর্ঘ হলো! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২ রানের জন্য সেঞ্চুরি স্বাদ নিতে পারেননি। সেই আক্ষেপটা আরও দীর্ঘায়িত হলো শেষ ম্যাচে।



এ ম্যাচেও মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয় সৌম্য সরকার। তবে তার দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশ দলকে সিরিজ জয় নিশ্চিত করে।
 
সিরিজ নিশ্চিত করা ম্যাচে দুর্দান্ত খেলে সৌম্য ৭৫ বল খেলে ৯০ রান করে ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে ক্যাচ আউট হন।

আউট হওয়ার আগে সৌম্য দৃষ্টিনন্দন সব শর্টে ১৩ চার ও ১ ছয়ে তিনি ঝড়ো গতিতে ৯০ রান তুলে নেন। ১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৬.৩০ গড়ে সৌম্যর রান ৬০২। তার ব্যাটিং ক্যারিয়ারে রয়েছে ১২৭ রানের ঝকঝকে একটি শতক।

বৃষ্টিবিঘ্নিত নির্ধারিত ম্যাচে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ১৭০ রান টার্গেট দেয়। যা ৯ উইকেট হাতে রেখেই মাত্র ২৬ ওভারে টপকে যায় টাইগাররা।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।