ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ক্রিকেট উন্নয়নে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
‘ক্রিকেট উন্নয়নে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন ‘বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তিনি সত্যিকার ভাবেই একজন ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী’।



ক্রিকেটে বাংলাদেশ টিমের সাফল্যের পেছনে প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যে দেশের প্রধানমন্ত্রী ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহায়তা দিয়ে থাকেন, সে দেশের ক্রিকেট উন্নতি লাভ করবেই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে জয়ী হয়ে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে মুস্তফা কামাল আরো বলেন, নব্বই'র দশকে ক্রিকেটকে জনপ্রিয় করতে আমরা যখন বিশ্ববিখ্যাত ক্রিকেটারদের এদেশে নিয়ে আসতাম, তখন স্বপ্ন দেখতাম একদিন আমরাও ক্রিকেট পরাশক্তি হব। আজ মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজুর, মাহমুদুল্লাহ, নাসির, সৌম্য, রুবেল, তাসকিন, সাব্বির, লিটনরা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করছে। ওদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি টিম ম্যানেজমেন্টসহ ক্রিকেট বোর্ডের সবাইকে’।

বাংলাদেশ দলের খেলা অত্যন্ত দৃষ্টিনন্দন মন্তব্য করে আহম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ ক্রমাগতভাবে ক্রিকেট বিশ্বের পরাশক্তিদের সিরিজে পরাজিত করে বিশ্ববাসীকে এই বার্তা দিচ্ছে যে- যেকোন দলের বিরুদ্ধে আমরা এখন জয়ের জন্যই খেলি। আর এ মনোভাব নির্দেশ করে ক্রমেই আমরা চমৎকার একটি পেশাদার দলে পরিণত হচ্ছি।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ এভাবে পারফর্ম করতে থাকলে আমার বিশ্বাস আমরা শুধু চ্যাম্পিয়নস ট্রফি খেলবই না বরং ট্রফি জিতেও যেতে পারি। আমি বিশ্বাস করি, নিজেদের তৈরি করে বাংলাদেশ দ্রুতই যেকোন ধরণের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্ততি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫      
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।