ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রোটিয়া বধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রোটিয়া বধ

ঢাকা: যা হওয়ার তাই হয়েছে, প্রোটিয়া বধের পর টাইগারদের প্রসংশায় এমনই একটি হেডলাইন করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওডিআই সিরিজ জয়ের পর শুধু ভারতীয় নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে টাইগারদের জয়ের খবর।



জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের মাটিতে টানা চতুর্থ শিরোপা জিতলো বাংলাদেশ। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই টাইগারদের সবচেয়ে বড় সাফল্য। সাফল্য এতো বড় যে ত‍া কোনোভাবে এড়িয়ে যেতে পারেনি সংবাদমাধ্যমগুলো।

টাইগারদের সিরিজ জয়ের পর ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি বলেছে, ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে টানা চতুর্থ সিরিজ জয়।

ইয়াহু নিউজ লিখেছে, তৃতীয় ওডিআইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ এ সিরিজ জয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের হেডলাইন, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা জয়।

ইএসপিএনক্রিকইনফোর হেডলাইন, বাংলাদেশের তোজোদ্দীপ্ত সিরিজ জয়।  

সবাই যখন সিরিজ জয়ের খবর জানিয়ে দায় সেড়েছে সেখানে টাইগারদের সাফল্যের সংবাদ উপস্থাপনায় ব্যতিক্রম দেখিয়েছে আইবিএনলাইভ। সংবাদমাধ্যমটির হেডলাইন এমন, যা হওয়ার তাই হয়েছে (অ্যাজ ইট হ্যাপেন্ড)।

আর আনন্দবাজারের সংবাদ, আফ্রিকান সিংহও বিধ্বস্ত, বিশ্ব ক্রিকেটে ব্যাঘ্রগর্জন।

সাফল্যের মুকুটে একে একে সোনার পালক যুক্ত করে যাচ্ছে টাইগাররা। আগামী দিনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়ে এ সাফল্য অব্যাহত রাখবে এখন এমনই প্রত্যাশা টাইগার ভক্তদের।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
জেডএস

** টেস্ট প্লেয়িং দলের বিরুদ্ধে সবচেয়ে বড় জয়
** বাংলাদেশ ভাল খেলেই সিরিজ জিতেছে : ডুমিনি
** সিরিজ জয়ে ‘ঈদ মোবারক’
** শতকের চেয়ে সিরিজ জয়ের আনন্দ বেশি : সৌম্য
** টানা চতুর্থ সিরিজ জয়
** সিরিজ জয় বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেল
** সিরিজ জয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
** ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন
** ঈদের আগে ঈদ আনন্দ
** সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
** সিরিজ জেতায় টাইগারদের খালেদার অভিনন্দন
** দুর্দান্ত খেলেও সেঞ্চুরি বঞ্চিত সৌম্য
** রান তোলায় টাইগার- প্রোটিয়া পার্থক্য যেখানে

** সৌম্যের দুর্দান্ত অর্ধশতক
** সিরিজ জয়ের সু-বাতাস পাচ্ছে বাংলাদেশ
** উদ্বোধনী জুটিতে টাইগারদের শতক পার
** ১০ ওভার শেষে শক্ত অবস্থানে টাইগাররা
** সতর্ক ব্যাটিংয়ে তামিম-সৌম্য
** প্রতিরোধ গুঁড়িয়ে দিলেন মাশরাফি
**  মাশরাফির ২০০তম উইকেটে দিশেহারা প্রোটিয়ারা
** ডুমিনি-মিলারের প্রতিরোধ চেষ্টা
** খেলা শুরু হতে হবে ১০:২০ মিনিটের আগে এবং...
** থেমেছে বৃষ্টি, খেলা শুরুর অপেক্ষা
** বৃষ্টি হানায় বন্ধ ম্যাচ
** দলকে টানছেন মিলার-ডুমিনি
** আমলাকে ফেরালেন সাকিব
** দু’বার বেঁচে গেলেন আমলা
** সাকিবের ঘূর্ণিতে ফিরলেন প্লেসিস
** শুরুতেই ডি কককে ফেরালেন মুস্তাফিজ
** সিরিজ জিততে ফিল্ডিংয়ে টাইগাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।