ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমকে ধাক্কা দেয়ায় ডি ককের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
তামিমকে ধাক্কা দেয়ায় ডি ককের জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ধাক্কা দেয়ায় দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। চট্রগ্রাম টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড এ জরিমানা করেন।

বৃহস্পতিবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের এমন কাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

দ্বিতীয় দিনের খেলা চলাকালীন বাংলাদেশের ইনিংসে তামিম ৩০তম ওভারে ব্যাটিং করছিলেন। স্পিনার সিমন হারমারের বল শেষে ক্রিকেটাররা যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন তখনই ঘটে এই আপত্তিকর ঘটনা। তামিম ও ডি ককের মাঝে তর্কা-তর্কি সৃষ্টি হলে প্রোটিয়া উইকেটরক্ষক তামিমকে কাঁধে ধাক্কা মারেন।

পরে অবশ্য দ.আফ্রিকান অধিনায়ক হাশিম আমলার হস্তক্ষেপে ব্যাপারটি সমাধান হলেও সংবাদ সম্মেলনে দলটির বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেট জানান, তিনি এ ঘটনা দেখেন নি। অন্যদিকে এ প্রসঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদকে প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটি এড়িয়ে যান।

আইসিসির আচরণ বিধির ধারা ২.২.৭ অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ। তাই ডি ককের ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

এর আগে টাইগার ওপেনার তামিমে সঙ্গে ‌দু’দলের ওয়ানডে ম্যাচে কাছাকাছি একটি ঘটনা ঘটেছে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিলে রুশো তামিমকে ধাক্কা দেয়ায় ৫০ শতাংশ জরিমানা গুনেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।