ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার বছর পর টেস্ট দলে অমিত ‍মিশ্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
চার বছর পর টেস্ট দলে অমিত ‍মিশ্র ছবি : সংগৃহীত

ঢাকা: চার বছর পর ভারতীয় টেস্ট দলে ডাক পেলেন অমিত মিশ্র। ২০১১ সালের পর সাদা পোশাকে না খেলা এ লেগস্পিনার ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের জন্য সুযোগ পেলেন।

বাংলাদেশ সফর করা অন্য লেগস্পিনার করন শর্মার বদলি হিসেবে তিনি এ স্কোয়াডে ঢুকেছেন।

২০১১ সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন মিশ্র। সেবার দুটি ম্যাচে তিনি ১০৬.৬৬ গড়ে মাত্র তিনটি উইকেট পান। তবে ২০১৪-১৫ মৌসুমে ঘরোয়া লিগ রঞ্জি ট্রফিতে ২০.৪০ গড়ে ছয় ম্যাচে ১০টি উইকেটে পেয়েছেন তিনি।

করন শর্মা ও ফাস্ট বোলার মোহাম্মদ সামি এ সিরিজে ফিটনেস সমস্যার কারণে নিজেদের নাম লেখাতে পারেন নি। সম্প্রতি ভারতের জিম্বাবুয়ে সফরে আঙ্গুলে চিঁড় ধরেছিল করনের আর সামি এখনও হাঁটুর ইনজুরিতে ভুগছেন।

১২ আগস্ট থেকে গলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

ভারতীয় টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), বরুণ অ্যারন, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, রোহিত শর্মা, মুরালি বিজয়, উমেশ যাদব ও কুন্দনলাল রাহুল।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।