ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
আফগানদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ছবি : সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম প্লে-অফ ম্যাচে ডাবলিনে মুখোমুখি হয় আফগানিস্তান ও হংকং। যাতে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে আফগানিস্তানের বিপক্ষে।

আইসিসির দুর্নীতি দমন ইউনিট ‘আকসু’ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইয়ার ম্যাচে ফিক্সিং করার অভিযোগ উঠেছে আফগানদের বিরুদ্ধে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে আফগানরা ম্যাচ ফিক্সিং করেছে বলে অভিযোগ উঠে।

ম্যাচের শেষ বলে জয় পায় হংকং। আফগানিস্তান পরাজিত হয় ৫ উইকেটের ব্যবধানে।

শেষ বলে গড়ানো এ ম্যাচে জয় নিয়ে হংকং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। আকসুর কর্মকর্তারা এ ম্যাচে কিছুকিছু অস্বাভাবিক ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের আলামত লক্ষ্য করেন বলে জানিয়েছেন। আফগানিস্তানের বোলার মোহাম্মদ নবী শেষ ওভারে ১৬ রান খরচ করলে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের ক্ষুদ্র ফরমেটের বিশ্বকাপে সুযোগ পায় হংকং।

শেষ ওভারের প্রথম বলে ২৫ বলে ৪০ রান করা হংকংয়ের চ্যাপম্যানকে বিদায় করেন নবী। তবে, পরের বলে বাবর হায়াত নবীকে চার হাঁকান। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমান হায়াত। চতুর্থ বলটি ওয়াইড করেন নবী আর পঞ্চম বলটিতে হায়াত নবীর ফুলটস বলে মিডউইকেটে ঠেলে দিয়ে তিন রান নেন। শেষ দুই বলে হংকংয়ের জয়ের জন্য প্রয়োজন হয় দুই রান।

ওভারের ষষ্ঠ বলে (একটি বল ওয়াইড হয়) তানভির আফজালকে রান আউট করে আফগানরা। ফলে শেষ বলে দুই রান প্রয়োজন হয় হংকংয়ের। শেষ বলে স্ট্রাইক নিয়ে হায়াত নবীর লো-ফুলটস বলে কাভারে বল ঠেলে দেন। লং-অন থেকে আফগানিস্তানের নাজিবুল্লাহ দৌড়ে এসে ফিল্ডিং করেন। তবে, তার থ্রো থেকেও সন্দেহ প্রকাশ করছে আকসু। নাজিবুল্লাহর থ্রো-টি বোলার কিংবা উইকেটরক্ষকের হাতে না গিয়ে পিচের মাঝে গিয়ে পড়ায় সহজেই দুই রান নিয়ে নেয় হংকং। আর এ জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়ে যায় হংকং।

ম্যাচটিতে টস জিতে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছিল ১৬১ রান। প্লে-অফের এ ম্যাচটিতে জয়ের জন্য হংকংকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছিল আফগানরা। বাবর হায়াত মাত ৯ বল মোকাবেলা করে ২০ রান তুলে হংকংকে জয় পাইয়ে দেন। যা আইসিসির নিরাপত্তা ইউনিটের কাছে অস্বাভাবিক লাগায় সেটির তদন্তে নেমেছে আকসু।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।