ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় টাইগাররা

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় টাইগাররা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা।   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস নেই বাংলাদেশের।

  চট্টগ্রাম টেস্টে জয়ের একটি সুযোগ এসেছিল টাইগারদের দুয়ারে।   কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় সে স্বপ্ন পূরণের পথে। জয় পায়নি তো কি হয়েছে, আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের।

এ আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো করতে চায় টাইগাররা।   সেই সঙ্গে ঢাকা টেস্ট জয় করতে চায় মুশফিক বাহিনী।

শনিবার (২৫ জুলাই)  দুপুরে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।

অধিনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আমাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা কয় ম্যাচে জিতেছি বা কয় ম্যাচে ইনিংসে পরাজিত হয়েছি সেটি আলোচনায় ছিল। এগুলো কোন বিষয় না।   বাংলাদেশ এখন খুব ভালো ক্রিকেট খেলছে। আশা করব এ ধারাবাহিকতা বজায় থাকলে ভালো রেজাল্ট আসবেই। ’

মুশফিক আরও বলেন, ‘চট্টগ্রাম টেস্ট জিততে না পারলেও অনেক কিছু আমরা শিখতে পেরেছি। এই টেস্টে বোলার ও ব্যাটসম্যানদের মধ্যে একটি চমৎকার সমন্বয় সৃষ্টি হয়েছিল। যেখানে আগের টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস পরাজয় হয়েছে সেখানে আমরা এ টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছি।   সেটিও আবার বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে।   সুতরাং এটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মানসিকতাকে চাঙ্গা করেছে। ’

টাইগার দলপতি যোগ করে বলেন, ‘সব খেলোয়াড় নিজ নিজ অবস্থান থেকে ভালো করায় আমি খুব খুশি।   তাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে গেছে।   ভালো একটি টিম পারফরমেন্স ছিল।   এ আত্মবিশ্বাস ইনশাল্লাহ পরবর্তী টেস্টগুলোতে কাজে লাগবে। আর চট্টগ্রাম টেস্টের অনুপ্রেরণা ঢাকা টেস্ট জয়ে কাজ করবে। ’

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৪৮ রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেয় টাইগাররা।   জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩২৬।   বৃষ্টির কারণে তৃতীয়দিন খেলা বন্ধের আগে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ৬১ রান।   এরপর বৃষ্টির কারণে চতুর্থ ও পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে প্রথম টেস্ট ড্র এর দিকে এগিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২৫,২০১৫
বিপি/টিসি/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।