ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মবিশ্বাস কাজে লাগাতে চান ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আত্মবিশ্বাস কাজে লাগাতে চান ইমরুল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রাপ্তি কম নয়। প্রোটিয়াদের ২৪৮ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৩২৬ রান করে বাংলাদেশ দল।

৭৮ রানের লিড পায় টাইগাররা। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও ম্যাচে রাখেন দারুণ ভূমিকা।

বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস মনে করেন, প্রথম টেস্টের আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ঢাকা টেস্টেও ভালো করা সম্ভব।

আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে  সোমবার (২৭ জুলাই) থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে টাইগার শিবির। ইনডোরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ইমরুল।

ইমরুল বলেন, ‘আমি আগেও বলেছি (প্রথম টেস্টের আগে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  যদি ড্র করতে পারি-সেটা বড় একটা অর্জন হবে আমাদের। চট্টগ্রাম টেস্টে  ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আমরা পজিটিভ ক্রিকেট খেলেছি। দুর্ভাগ্য যে বৃষ্টি হয়েছিল। তারপরও আমরা পজিটিভ থেকেছি। আত্মবিশ্বাস নিয়ে পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারলে ঢাকা টেস্টেও আগের মতোই এগোতে পারব। রেজাল্ট পরের ব্যাপার। ওদের সাথে ভালো করলে অন্য দলগুলোর বিপক্ষে তা কাজে লাগবে। ’

প্রোটিয়াদের শক্তির কথা জানান দিয়ে কায়েস বলেন, ‘আমরা খেলেছি বিশ্বের এক নম্বর দলের সঙ্গে। এরা বাজে বল কম করে, ভালো জায়গায় বল করে। চট্টগ্রামের উইকেট এমন ছিল, আপনি উইকেটে থাকতে পারবেন কিন্তু শটস খেলতে পারবেন না। ’

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাস নিয়ে কায়েস বলেন, ‘আত্মবিশ্বাস তো সবারই থাকে। প্রত্যেকটা খেলোয়াড়ের থাকে। প্রত্যেকটা দলের থাকে। বাইরে থেকে বলা কঠিন আমরা এভাবে খেলবো, ওভাবে খেলবো। উইকেট দেখে প্ল্যান করতে হয়। চট্টগ্রামের উইকেট এক রকম, ঢাকার উইকেট এক রকম। সবকিছু নির্ভর করছে উইকেটের কন্ডিশনের উপর। ’

ব্যক্তিগত  পরিকল্পনার কথা জানাতে গিয়ে এ বাঁহাতি ওপেনার বলেন, ‘ওপেনার হিসেবে চেষ্টা করি যতক্ষণ উইকেটে থাকা যায়। বেশিক্ষণ উইকেটে থাকলে পরের ব্যাটসম্যানদের জন্য খেলা সহজ হয়ে যায়। এবং তারা আরামে রান করতে পারে। এটাই ওপেনারদের  বেসিক প্ল্যান  থাকে। ’

বাংলাদেশ সফরে এসে নামের সঙ্গে সুবিচার করতে পারছে না র‌্যাঙ্কিয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ক্রিকেটাররাই তাদের দিচ্ছেন না সফল হতে। সফরকারী দল সম্পর্কে কায়েস বলেন, ‘ওরা ওয়ানডে সিরিজ হারার পর থেকেই জয়ের জন্য ক্ষুধার্ত। ’

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।