ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালো শুরু চান তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ভালো শুরু চান তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ওয়ানডে কিংবা টেস্ট যেসব ম্যাচে ভালো শুরু করা যায় সেসব ম্যাচে প্রতিপক্ষ দলকে চেপে ধরাটা সহজ হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো শুরু করাটাকে গুরুত্ব দিচ্ছে টাইগাররা।



মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথাই জানান বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল, ‘শেষ টেস্ট সিরিজটাতে আমরা ভালো খেলেছি। চট্টগ্রামেও আমরা ভালো খেলেছি।   আমাদের চেষ্টা থাকবে চট্টগ্রামে যেভাবে এগুচ্ছিলাম সেভাবেই এগুতে। ভালো শুরু করতে চাই। টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ভালো শুরু করা এবং এটাকে চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ন।   এর আগে আমাদের ওয়ানডে সিরিজগুলোতে যেসব ম্যাচে আমাদের শুরুটা ভালো হয়েছে, সেসব ম্যাচে আমরা ভাল ফল পেয়েছি। ’

বাংলাদেশ দলের এ ওপেনার প্রতিপক্ষ দলের শক্তির কথা জানান দিয়ে বলেন, ওদের দলে স্টেইন-মরকেলদের মতো বিশ্বসেরা বোলার আছে। তাছাড়া প্রোটিয়ারা বিশ্বের শীর্ষ সারির দল। তাদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের শতভাগ দিতে হবে।

তামিম আরও যোগ করে বলেন, ‘চট্টগ্রাম টেস্টে দু’দলেরই জয়ের দারুণ সম্ভাবনা ছিল। ওখানকার উইকেটে ব্যাট করা সহজ হেলেও রান করা কঠিন ছিল। আমি, রিয়াদ, সাকিব ও লিটন সেট হয়ে আউট হয়েছি। দ্বিতীয় টেস্টে আশা থাকবে যারাই সেট হই না কেনো, ইনিংসটা যাতে বড় হয়। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।