ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে নামার জন্য ক্ষুধার্ত আমরা: মরকেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
মাঠে নামার জন্য ক্ষুধার্ত আমরা: মরকেল ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হয়েছে মাত্র তিন দিন।   ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিন মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল।

ঢাকায় ফিরে সিডিউল অনুযায়ী অনুশীলন থাকলেও বৃষ্টির কারণে স্বাভাবিক অনুশীলনটুকুও করতে পারেনি প্রোটিয়া দলটি। ইনডোরেই তারা কিছুটা অনুশীলন করে সময় কাটিয়েছে।

তবে মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুরের আকাশে মেঘ কেটে গিয়ে সূর্যের ঝলকানি দেখে বেশ আনন্দিত দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল।

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনের শুরুতেই মরকেলের চোখে-মুখে চকচকে হাসি, ‘আজ রোদ দেখে সত্যিই আনন্দিত আমরা। অনুশীলনটা ভালো মতোই করতে পারলাম। তবে গতকাল (২৭ জুলাই) বৃষ্টির মাঝে ফুটবল খেলাটা আনন্দদায়ক ছিল। আশা করি, ঢাকা টেস্ট পাঁচ দিনে গড়াবে। আমাদের ক্রিকেটাররা মাঠে নামার জন্য ক্ষুধার্ত। ’

মরকেল মনে করেন দ্বিতীয় টেস্ট ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ন হবে, ‘দু,দলেই ভালো বোলার রয়েছে। ভালো একটি টেস্ট ম্যাচই হবে ঢাকায়। এটি দিয়েই আমাদের সফর শেষ হচ্ছে। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য আমাদের। ’

বাংলাদেশ প্রসঙ্গে মরকেল বলেন, ‘এখানকার মানুষগুলো খুবই ভালো। সবকিছুই ভালো লেগেছে। তবে ট্রাফিক জ্যামটা মাত্রাতিরিক্তি। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।