ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক প্রোটিয়া অধিনায়ক ক্লাইভের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
সাবেক প্রোটিয়া অধিনায়ক ক্লাইভের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ক্লাইভ রাইস মারা গেছেন। কেপ টাউন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক এ অলরাউন্ডার মরণব্যাধী ব্রেইন টিউমার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬।

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রোটিয়াদের হয়ে সর্বসাকুল্যে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ খেলেন ক্লাইভ। তিন ম্যাচেই তার প্রতিপক্ষ দল ছিল ভারত। তৎকালীন সময়ে জাতিবিদ্বেষের জের ধরে ক্লাইভসহ আরো কয়েকজন ক্রিকেটারকে দ. আফ্রিকা জাতীয় ক্রিকেট দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

খেলোয়াড়ী জীবনে দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন ক্লাইভ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৮২ ম্যাচে ৪০.৯৫ গড়ে ২৬,৩৩১ রান করেন। ১৩৭টি অর্ধশতকের পাশাপাশি তার দখলে রয়েছে ৪৮টি সেঞ্চুরি। আর বল হাতে ৯৩০টি উইকেট দখল করেন সাবেক এ ডানহাতি পেসার।

১৯৯১ সালের ১০ নভেম্বর ৪২ বছর বয়সে প্রোটিয়া দলে ক্লাইভের অভিষেক ঘটে। কলকাতায় অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। দিল্লিতে ১৪ নভেম্বরের ম্যাচটিই তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল।

অন্যদিকে, ইংলিশ কাউন্টি লিগের অন্যতম সফল ক্রিকেটার ছিলেন ক্লাইভ। তার অধীনে ১৯৮১ ও ১৯৮৭ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতে নটিংহামশায়ার। তিনি ১৯৮১ সালে মর্যাদাপূর্ণ ‘উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।