ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মানুষ তো, মাঝে মাঝে ভুল হয়েই যায়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
‘মানুষ তো, মাঝে মাঝে ভুল হয়েই যায়’ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুর টেস্টর প্রথম দিনে বুক চিতিয়ে মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ। তবে কয়েকজন ব্যাটসম্যান সেট হয়েও নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসায় টাইগারদের ইনিংস লম্বা হয়নি।

প্রথম দিনে ২৪৬ রান তুলতে হারাতে হয়েছে আট ব্যাটসম্যানকে।

প্রথম দিনের পঞ্চম ওভারেই অফস্টাম্পের অনেক বাইরের বল ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তামিম ইকবাল।   এর পর ইমরুলের সঙ্গী হয়ে প্রথম সেশন পার করে দেন মুমিনুল।   ৪০ রান করে পুরোপুরি সেট হওয়া মুমিনুল পার্টটাইম স্পিনার জেপি ডুমিনির বল কাট করতে গিয়ে আউট হন।

সেট হয়ে আউট হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘শেষ দুইটা টেস্টে সেট হয়েও আউট হলাম। ৪০ এর ঘরে গিয়ে মনে হয় এই প্রথমবার আউট হয়েছি। মানুষ তো, মাঝে মাঝে ভুল হয়েই যায়। ভুল শুধরে ভালো করার চেষ্টা করব। ’

পছন্দের ‘কাট শট’ খেলতে গিয়েই উইকেটরক্ষক ডেন ভিলাসের হাতে ধরা পড়েন মুমিনুল। ম্যাচের ওই সময় এমন শটের কী প্রয়োজন ছিল-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কাট শটেই বেশি রান করি। কাট করার মতো বল পেলে অনেক সময় ব্যাট চলে যায়। আমি ডিসিশনটা খারাপ নিয়েছি। ’

ডুমিনির তিন উইকেট পাওয়া প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমার ও লিটনের আউটটা বাজে ছিল। তবে ইমরুল ভাইকে সে ভালো বলেই আউট করেছে। ’

প্রোটিয়াদের পার্টটাইম অফস্পিনার  ডুমিনি প্রথম দিনের সফল বোলার। ১৫ ওভার বল করে ২৭ রান দিয়ে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ন উইকেট তুলে নেন তিনি।   এছাড়া ডেল স্টেইনও তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন মরনে মরকেল ও ডিন এলগার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।