ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে ক্রিকেটারদের ফুটবলময় একটি দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
মিরপুরে ক্রিকেটারদের ফুটবলময় একটি দিন ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনুশীলন কিংবা ম্যাচ শুরুর আগে ফুটবল খেলেই ওয়ার্মআপ সেরে নেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এটি প্রায় নিয়মিত চিত্র।

তবে রোববার (০২ আগস্ট) মিরপুরের একাডেমি মাঠে বেশ সিরিয়াস ফুটবল খেলেছেন দলের ক্রিকেটাররা।

ঢাকা টেস্টের চতুর্থ দিন বেলা ১২টায় ক্রিকেটাররা মাঠে এসে নেমে পড়েন ফুটবল ওয়ার্মআপে। এরপর বৃষ্টির কারণে ড্রেসিংরুমে ঢুকে পড়তে হয় টাইগারদের।   ভেতরে কিছুক্ষণ অপেক্ষার পর ক্রিকেটারদের কানে আসে চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করতে যাচ্ছেন ম্যাচ অফিশিয়ালরা। এমন তথ্য পেয়ে অলস সময় না কাটিয়ে তারা ছুটে যান একাডেমি মাঠে ফুটবল খেলতে। দুই দলে ভাগ হয়ে সিরিয়াস ফুটবলই  হলো সেখানে।

সাদা জার্সি জড়িয়ে এক পক্ষে খেলেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, নাসির হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ শহীদ। অন্য পক্ষে নীল জার্সি জড়িয়ে খেলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন কুমার দাস, জুবায়ের হোসেন, বোলিং কোচ হিথ স্ট্রিক ও ভিডিও এনালিস্ট নাসিরউদ্দিন নাসু। স্টাম্প গেড়ে দাঁড় করানো গোলপোস্টে প্রথম দিকে গোলরক্ষক হিসেবে ছিলেন সাদা দলের মুস্তাফিজ ও নীল দলের মুমিনুল।

উত্তেজনায় ভরা ছিল ঘণ্টাব্যাপী ম্যাচটি। ভেজা মাঠে অনেকেই পা পিছলে মাটিতে পড়েছেন। ছিল গোলবারে বল লেগে ফিরে আসা আর গোল করতে না পারার আফসোস। বল পাস না পেয়ে হতাশা আর গোল করার পর সময় নিয়ে উদযাপন-এভাবেই কেটেছে মিরপুরে ক্রিকেটারদের ফুটবলময় দিনটি!

ক্রিকেটের পাশাপাশি ফুটবলটাও যে খারাপ খেলেন না তা প্রমাণ করেন সাকিব, মুশফিক নাসির, লিটনরা। মুশফিকদের পায়ের কাড়িকুড়িতে মুগ্ধ  হন ফুটবলের দর্শক-বনে যাওয়া কয়েকজন ক্রীড়া সাংবাদিকও।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।