ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের উড়িয়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
কিউইদের উড়িয়ে দিল জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রেইগ আরভিনের অসাধারণ ব্যাটিংয়ের কাছে হেরে গেল বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। এক ওভার হাতে রেখেই কিউইদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে।



প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল এলটন চিগুম্বুরার জিম্বাবুয়ে।

টস জিতে হারারে স্টেডিয়ামে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চিগুম্বুরা। নিউজিল্যান্ড চার উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার থেকে ৩০৩ রান তুলে নেয়। দলের হয়ে রস টেইলর শতক হাঁকান। মাত্র তিন রানের জন্য শতক বঞ্চিত হন কিউই দলপতি কেন উইলিয়ামসন।

দলীয় ৩৯ রানের মাথায় নিউজিল্যান্ড দুই ওপেনার মার্টিন গাপটিল আর থমাস ল্যাথামকে হারায়। তবে, তিন নম্বরে নামা উইলিয়ামসন চার নম্বরে নামা টেইলরকে নিয়ে জুটি বাঁধেন। ব্যক্তিগত ৯৭ রান করে দলীয় ১৭৬ রানের মাথায় বিদায় নেন উইলিয়ামসন। তবে, ১২২ বলে ছয়টি চার আর তিনটি ছক্কায় ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন টেইলর। এছাড়া ৩২ বলে ৪৩ রান করেন গ্রান্ট ইলিয়ট।

৩০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে। দলীয় ৭৪ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙে তাদের। ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে ৮৪ রান। তার ৯৯ বলের ইনিংসে ছিল দশটি চারের মার। এছাড়া আরেক ওপেনার চিভাবা করেন ৪২ রান।

তবে, দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিন নম্বরে নামা ক্রেইগ আরভিন। ১০৮ বলে ১১টি চার আর ৫টি ছয়ে তিনি ১৩০ রান করে অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে মাঠ ছাড়েন। চিগুম্বুরার ব্যাট থেকে আসে ২৬ রান। ৪৯ ওভার ব্যাট করে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

ম্যাচ সেরা হয়েছেন ক্রেইগ আরভিন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।