ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজ্জাক-গাজীদের নেতৃত্বে জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
রাজ্জাক-গাজীদের নেতৃত্বে জয়সুরিয়া

ঢাকা: ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ত্রাণ সহায়তার লক্ষ্যে চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন সনাথ জয়সুরিয়া। ০৯ আগস্ট মালয়েশিয়ার কিনরারা ওভালে নেপাল জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এখান থেকে অর্জিত অর্থ ত্রাণ তহবিলে দেওয়া হবে।

বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে বিশ্ব একাদশ গড়া হয়েছে। লঙ্কান কিংবদন্তি জয়সুরিয়া এর মধ্যে অন্যতম। বাংলাদেশ থেকে এতে অংশ নেবেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান ডেভেলপমেন্ট অফিসার আমিনুল ইসলাম বুলবুলও এ ম্যাচটিতে খেলবেন।

অন্যান্যদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা উইকেটরক্ষক রশিদ লতিফ, ভারতের ভেনুগোপাল রাও ও সিঙ্গাপুরের ব্যাটসম্যান চেতন সুরিয়াওয়ানশি। ভারত সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটার স্টিভ ও’কিফি ও মার্কাস স্টইনিসও বিশ্ব একাদশে সুযোগ পেয়েছেন।

অন্যদিকে, তারকা অলরাউন্ডার পরস খাদকার অনুপস্থিতিতে নেপাল দলের নেতৃত্বে থাকছেন সহ-অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্ল। সম্প্রতি ভারতে অনুষ্ঠেয় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাপর্ব থেকে বাদ পড়েছে নেপাল।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।