ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিসিবি’র ট্যালেন্ট হান্ট মিশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
পিসিবি’র ট্যালেন্ট হান্ট মিশন ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি করাচিতে উদীয়মান তরুণ পেসার বাঁছাইয়ে স্বল্পমেয়াদী ক্যাম্প পরিচালনার দায়িত্ব পান পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। এবার দেশের ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতি বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



প্রতিভাবান ক্রিকেটার বাঁছাইয়ের লক্ষ্যে একটি ওয়েবসাইট চালু করেছে পিসিবি। কেউ নিজেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার যোগ্য মনে করলে ওয়েব ঠিকানাটিতে ধারণকৃত ভিডিও পোস্ট করতে হবে। ওয়েব সাইটের নাম জানা যায়নি।

ব্যাটসম্যান কিংবা বোলার সবাই যার যার দক্ষতার প্রমাণস্বরুপ স্বল্প দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবে। তাতে নিজের ব্যাটিং-বোলিংয়ের স্কিল বা দক্ষতাসহ নিজের সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি থাকা আবশ্যক। জাতীয় ক্রিকেট একাডেমীর কোচরা তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন।

পরবর্তীতে ভিডিও দেখে ভবিষ্যতে বিবেচনার উপযুক্তদের পুনরায় ট্রায়াল বা বাছাই করা হবে।

এ পদ্ধতিটি প্রবর্তন করেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। পাকিস্তানের প্রতিভাবান ক্রিকেটাররা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্ত নেন। এর প্রধান লক্ষ্য শুধুমাত্র প্রতিভাবান ক্রিকেটার নির্বাচনই নয়, একই সঙ্গে উঠতি খেলোয়াড়রা যাতে আর বঞ্চিত না হয় সে বিষয়টিও নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।