ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপরাজিত শতক তিনটি, উড়ে গেল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
অপরাজিত শতক তিনটি, উড়ে গেল জিম্বাবুয়ে সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে হেরে হারারে স্পোর্টস ক্লাব মাঠে কিউইরা ১০ উইকেটের বিশাল জয় তুলে নেওয়ায় সিরিজে ১-১ এ সমতা থাকল।

৪৬ বল হাতে রেখেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

টস জিতে এ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। শুরু থেকে কিউই বোলারদের তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ২৩৫ রান সংগ্রহ করে।

দলের হয়ে দারুণ এক শতক হাঁকান সাত নম্বরে নামা সিকান্দার রাজা। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক হাঁকানো রাজা ইনিংসের শেষ ওভারে তার শতকটির দেখা পান। তার অপরাজিত ১০০ রানের ইনিংসটি ছিল ৯৫ বলে ৫টি চার আর ৪টি ছক্কায় সাজানো। এছাড়া ওপেনার চিভাবা করেন ৪২ রান।

শেন উইলিয়ামস ও তিনাসে পানিয়াঙ্গারা দু’জনই রান আউট হওয়ার আগে করেন যথাক্রমে ২৬ ও ৩৩ রান।

কিউইদের হয়ে তিনটি উইকেট তুলে নেন ইশ সোধি। আর দুটি উইকেট দখল করেন গ্রান্ট ইলিয়ট।

২৩৬ রানের টার্গেটে নেমে ৪২.২ ওভার ব্যাট করেই জয়ের দেখা পায় বিশ্বকাপের ফাইনালিস্টরা। ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামা দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল আর টম লাথাম অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দু’জনই শতকের দেখা পান। ফলে, কোনো উইকেট না হারিয়ে দশ উইকেটের বিশাল জয় পায় কেন উইলিয়ামসনের দল।

মার্টিন গাপটিল ওয়ানডে ক্যারিয়ারের নবম শতকটি হাঁকাতে খেলেন ১৩৮ বল। তার ব্যাট থেকে আসে অপরাজিত ১১৬ রান। ১১টি চার আর একটি ছয়ে গাপটিল তার ইনিংসটি সাজান। ১১৬ বলে ৭টি চার আর ২টি ছয়ে ১১০ রান করে ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকিয়ে লাথাম অপরাজিত থাকেন।

ওপেনার মার্টিন গাপটিল আর টম লাথাম একই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।