ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইশান্ত শর্মার ২১ বলে ৫ রান, ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
ইশান্ত শর্মার ২১ বলে ৫ রান, ৫ উইকেট ছবি : সংগৃহীত

ঢাকা: মাত্র একদিন আগে নটিংহামে অ্যাশেজের চতুর্থ ম্যাচে ১৯ বলে দ্রুততম ৫ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করেছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। এর একদিন পরেই শুক্রবার (০৭ আগস্ট) ২১ বলে ৫ উইকেট তুলে নিয়েছেন ভারতের পেসার ইশান্ত শর্মা।



টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ১৪বার ৫ উইকেট পাওয়া ব্রড চলতি ম্যাচে মাত্র ১৯ বলের মধ্যে তার প্রথম ৫টি উইকেট তুলে নেন। টেস্ট ইতিহাসে ১৯ বলের ব্যবধানে ৫ উইকেট তুলে নেওয়ার রেকর্ড ছিল আরও একটি। অস্ট্রেলীয় বামহাতি পেস বোলার আর্নি টোশাক ১৯৪৭ সালে ব্রিসবেনে ভারতের বিপক্ষে মাত্র ১৯ বলের ব্যবধানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। ৬৫ বছর পর সাদা পোশাকের দ্রুততম ৫ উইকেট নেওয়া টোশাকের রেকর্ডে ভাগ বসান ব্রড। তবে, একদিক দিয়ে এগিয়ে থাকেন টোশাক। ভারতীয় পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরের পথ ধরানোর সময় তার রান খরচ হয়েছিল মাত্র ২, যেখানে ব্রডের খরচ হয় ৬।

২০১১ সালে শেন ওয়াটসন কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছিলেন ২১ বলের ব্যবধানে।

এদিকে, ভারতের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে ২১ বলের ব্যবধানে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আনঅফিসিয়াল ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছেন ইশান্ত শর্মা। প্রথম স্পেলে ৪ ওভার বল করে একটি মেডেন নিয়ে মাত্র ৫ রান খরচায় স্বাগতিক দলটির ৫ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ইশান্ত শর্মা। তার বোলিং গতিতে প্রথম পাঁচ ব্যাটসম্যান হয়ে বিদায় নেন ধনঞ্জয় ডি সিলভা, কুশল সিলভা, লাহিরু থিরিমান্নে, উপুল থারাঙ্গা এবং কুশল পেরেরা।

দলীয় ৭.৩ ওভারে মাত্র ১০ রানের মাথায় টপঅর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারায় থিরিমান্নের নেতৃত্বে খেলা দলটি।

এর আগে ভারত আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতস্বর পুজারার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে। রাহানের ব্যাট থেকে আসে ১০৯ রান। এছাড়া ওপেনার রাহুল ৪৩, ধাওয়ান ৬২, পুজারা ৪২ রান করেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।