ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নতুনরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নতুনরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহিলা ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া নতুন ক্রিকেটারের সংখ্যা কম নয়। ২৬ জনের স্কোয়াডে ৮ জনই নবীন ক্রিকেটার।

নতুন ক্রিকেটারদের সম্পর্কে জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুন বলেছেন, ‘আগে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলনা। এবার অনেকগুলো নতুন মেয়ে উঠে এসেছে। পুরণোদের সঙ্গে প্রতিদ্বন্দীতা করার সক্ষমতা তাদের আছে। সেটা প্রমাণ করতে পারলে মূল দলে তারা জায়গা করে নিতে পারবে। ’
 
সালমার কথা ধরেই চ্যালেঞ্জটা নিতে চাচ্ছেন দলের নতুন ক্রিকেটাররা। নতুনদের প্রতিনিধি হয়ে শনিবার মিরপুরের ইনডোরে ফিটনেস টেস্টের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিকেএসপি থেকে উঠে আসা অলরাউন্ডার ‍জান্নাতুল ফেরদৌস।

নবীন এই ক্রিকেটার জানান জাতীয় দলে ঢোকার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা, ‘আমিসহ আটজন নতুন ক্রিকেটার এসেছে প্রাথমিক দলে। আমি মনে করি, যদি ভালো করলে অবশ্যই সুযোগ দেওয়া হবে জাতীয় দলে। আল্লাহর রহমতে স্থান পাব। চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা তৈরী। যদি দলে থাকি চেষ্টা করবো শতভাগ দেওয়ার জন্য। ’
 
এই অলরাউন্ডার আরো যোগ করেন, ‘এটা আমাদের জন্য দারুণ একটি সুযোগ। ক্যাম্পে ঢুকতে পেরেছি, এটাও অনেক বড় একটা ব্যাপার। অনেক কিছু শেখার আছে ক্যাম্প থেকে। ’
 
জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুন অপেক্ষায় আছেন দলে নতুন মুখ দেখার জন্য, ‘সবসময় তো আমরা (সিনিয়র ক্রিকেটার) দলে থাকবো না। আমরা থাকাকালীন নতুন মেয়েরা আসলে তারা অনেক কিছু শিখতে পারবে। সিনিয়রদের সঙ্গে খেলে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আগের দলের মধ্যে থেকে কিন্তু দুইজন দলের বাইরে চলে গেছে। তাই নতুন দুই জন আমাদের নিতে হবে। নতুনদের ‍কাছে আরো ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছি। ’
 
নতুনরা নিশ্চয়ই নিরাশ করবেন না বাংলাদেশের মহিলা ক্রিকেটের ‘আইকন’  সালমা খাতুনকে। নতুনরা ক্রিকেটে অনুপ্রেরণা খুঁজে পান সালমাদের কারণেই। আবার ‍তার কথা ধরেই চ্যালেঞ্জ নিচ্ছেন নতুনরা। বিশ্বসেরা এই অলরাউন্ডারের কথায় উদ্বুদ্ধ হচ্ছেন তারা। এমনটা হলে অচিরেই বড় হয়ে উঠবে পাইপ লাইন। সালমা-শুকতারা-রুমানা-পান্নাদের সঙ্গে যোগ হবে কয়েকটি নতুন নাম।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগষ্ট ০৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।