ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছিটকে পড়লেন ধাওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ছিটকে পড়লেন ধাওয়ান ছবি: সংগৃহীত

ঢাকা: গল টেস্টে হাতে চোট পাওয়া ভারতের ওপেনার শিখর ধাওয়ান তিন ম্যাচ টেস্ট সিরিজের বাকী দু’টি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। ডান হাতে ফ্রাকচার ধরা পড়ায় ধাওয়ানকে শ্রীলঙ্কার বিপক্ষে দলের বাইরে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।



হাতের ইনজুরির কারণে ধাওয়ানকে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭০ মিনিট ক্রিজে অবস্থান করেন ধাওয়ান। ২৭১ বলে ১৩টি চারে তার ব্যাট থেকে আসে ১৩৪ রান। দ্বিতীয় ইনিংসে ৮৩ বলে এই ওপেনারের ব্যাট থেকে আসে আরও ২৮ রান। প্রথম ইনিংসে ভারতের দলপতি বিরাট কোহলির সঙ্গে ২২৭ রানের জুটি গড়েন ধাওয়ান।

শুধু টেস্ট সিরিজেই নয়, পুরো সফর থেকেই ছিটকে পড়তে পারেন ধাওয়ান এমন আশঙ্কা করছে বিসিসিআই। এক বিবৃতিতে তারা জানায়, মেডিকেল দল ধাওয়ানের চোট পরীক্ষা করে দেখেছে। তার সেরে উঠতে ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে। এতে করে ভারতের শ্রীলঙ্কা সফর ধাওয়ানের জন্য অনেকটা শেষ।

এমন খবরে মুষরে পড়েছেন ধাওয়ান। তিনি নিজের ট্রইটার অ্যাকাউন্টে লিখেছেন, দুঃখ হচ্ছে সতীর্থদের ছেড়ে সিরিজের মাঝ থেকে ছিটকে পড়ায়। কিন্তু, শিগগিরই আমি সেরাটা নিয়ে ফিরে আসব।

২০ আগস্ট কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টে ধাওয়ানকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া। ধাওয়ানের বদলি হিসেবে কে আসবে তা এখনও নিশ্চিত করে জানায়নি ভারতীয় বোর্ড। তবে, তাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন মুরালি বিজয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।