ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নার-স্মিথের ব্যাটে প্রথম দিনটি অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
ওয়ার্নার-স্মিথের ব্যাটে প্রথম দিনটি অজিদের ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে। ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা অজিদের হয়ে রান পেয়েছেন ক্রিস রজার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ আর অ্যাডাম ভোজেস।

ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাইকেল ক্লার্ক করেছেন ১৫ রান।
 
শুরুটা বেশ ভালোই করেছে অজিরা। ১১০ রানের ওপেনিং জুটি গড়েন রজার্স আর ওয়ার্নার। ব্যক্তিগত ৪৩ রানে রজার্স অ্যালিস্টার কুকের তালুবন্দি হয়ে ফিরলেও ওয়ার্নার করেন ৮৫ রান। ১৩১ বলের মোকাবেলায় তার ইনিংসে ছিল ১১টি চারের মার। মঈন আলির বলে অ্যাডম লিথের হাতে ধরা পড়েন ওয়ার্নার।
 
দলীয় ১৮৬ রানে তৃতীয় উইকেট হিসেবে ক্লার্ক ফিরে গেলে জুটি বাধেন স্মিথ আর ভোজেস। ১০১ রানের জুটি গড়ে দিন শেষ করেন তারা। স্মিথ ১৩২ বলে ৭৮ রান আর ভোজেস ৮৭ বলে ৪৭ রান করে অপরাজিত থেকে দ্বিতীয় দিন মাঠে নামবেন।
 
আলোক স্বল্পতার কারণে ৭৯.৪ ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন মার্ক উড, বেন স্টোকস আর মঈন আলি।
 
এ ম্যাচটি হাতে রেখে পাঁচ ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ৩-১ এ এগিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
 
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।