ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইয়াসিরে কুপোকাত হবে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
ইয়াসিরে কুপোকাত হবে ইংলিশরা ছবি : সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে সদ্য অ্যাশেজ জয়ী ইংল্যান্ডকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। আর সে সিরিজে পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহর বিরুদ্ধে ধুঁকতে হবে বলে ইংলিশদের সতর্ক করলেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ।



অক্টোবরের ১৩ তারিখ হতে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হবে। তিনটি টেস্ট, চারটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংলিশরা।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে খেলা আজহার মাহমুদের মতে, অস্ট্রেলিয়াকে অ্যাশেজের চলতি আসরে ছিটকে দেওয়া ইংল্যান্ড এক ইয়াসিরের ঘূর্ণি জাদুতেই কুপোকাত হবে। কারণ তার কাছে ব্যাটসম্যানদের ঘায়েল করার অনেক অস্ত্র মজুদ রয়েছে।

৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৪৬ উইকেট দখল করা ইয়াসির প্রসঙ্গে আজহার আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে ইয়াসির অসাধারণ পারফর্ম করে নির্বাচকদের দৃষ্টি কাড়ে। একজন অ্যাটাকিং বোলার হিসেবে চাপ সামলে খেলার যোগ্যতা রয়েছে তার। তার রয়েছে দারুণ আত্মবিশ্বাস। আর এ কারণেই সে বর্তমানে পাকিস্তানের মতো দলকে স্পিনে নেতৃত্ব দিতে পারছে।

আজহার আরও যোগ করে বলেন, ইংল্যান্ড এ মুহূর্তে স্পিনারদের সঠিকভাবে মোকাবেলা করতে পারছে না। বিশেষ করে লেগস্পিনারদের বিপক্ষে তারা একদমই মানিয়ে নিতে পারেনা। আর এই সুযোগটিই নেবে ইয়াসির। টেস্ট ম্যাচগুলোতে সে হতে পারে দলের নির্ভরতার প্রতিক। ইংলিশদের টেস্টে গুটিয়ে দিতে ইয়াসির দারুণ ভূমিকা রাখবে।

২৯ বছর বয়সী ইয়াসির শাহ সাদা পোশাকে ১০ ম্যাচে খেলেছেন। ১৯ ইনিংসে ৬১ উইকেট দখল করেছেন তিনি। এক ইনিংসে চারটি করে উইকেট নিয়েছেন তিনবার। আর ইনিংসে ৫ বা এর বেশি করে উইকেট নিয়েছেন চারবার। ইনিংসে ৭ উইকেটও রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।