ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুযোগের অপেক্ষায় আসিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
সুযোগের অপেক্ষায় আসিফ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান জাতীয় দলের হয়ে আবারো বিপক্ষ ব্যাটসম্যানদের ভয়ের কারণ হচ্ছেন মোহাম্মদ আসিফ! তার ইং সুইং-আউট সুইংয়ে কুপোকাত হচ্ছেন বিশ্বের সেরা সব তারকারা! ওপরের ঘটনাগুলো ফের পুনরাবৃত্তি করতে চান ফিক্সিং কেলেঙ্কারির সাজা থেকে সেপ্টেম্বরে মুক্ত হতে যাওয়া আসিফ।

ডানহাতি পেসার আসিফ আত্মবিশ্বাসী তিনি জাতীয় দলের নির্বাচকদের নজর কেড়ে আবারো দলে সুযোগ পাবেন।



এক সাক্ষাতকারে আসিফ বলেন, ‘আমি জানি না আগামী কয়েক দিন বা সপ্তাহ বা মাসগুলোতে কি ঘটবে। আসলে পাকিস্তানের হয়ে খেলার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি ঘরোয়া লিগে নিয়মিত খেলবো আর সেখান থেকে নিজেকে জাতীয় দলের জন্য প্রমাণ করবো। ’

এদিকে পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পিসিবি ইঙ্গিত দিয়েছে নিষিদ্ধ থাকা সালমান বাট ও আসিফ এখনই জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে লাহোর ব্লুজের হয়ে খেলতে পারবেন না। তবে মোহাম্মদ আমির ইতোমধ্যেই ঘরোয়া লিগে খেলা শুরু করেছেন।

২০১০ সালের আগস্টে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে বাট, আসিফ ও আমিরকে বিভিন্ন মেয়াদে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। ওই বছরের ০২ সেপ্টেম্বর জারি করা আদেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান তরুণ বোলার আমির। আসিফকে সাত বছর ও তৎকালীন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাটকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে বাট ও আসিফের সাজার মেয়াদও পাঁচ বছরে উন্নীত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।