ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জরিমানা গুনতে হচ্ছে থিরিমান্নেকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
জরিমানা গুনতে হচ্ছে থিরিমান্নেকে ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান কলম্বো টেস্টে জরিমানা গুনতে হচ্ছে শ্রীলঙ্কার মিডলঅর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত মেনে না নিয়ে বিরক্তি প্রকাশ করায় তাকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি।



ম্যাচের ৮৫তম ওভারে ভারতের পেসার ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বামহাতি ব্যাটসম্যান থিরিমান্নে। ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দি হলে আম্পায়ার তাকে আউট বলে সিদ্ধান্ত দেন। কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বেশ কিছুক্ষণ ব্যাটিং ক্রিজে দাঁড়িয়েও থাকেন এই লঙ্কান ব্যাটসম্যান।

যা আইসিসির কাছে সঠিক পন্থা বলে মনে হয়নি। আইসিসি তাদের এক বিবৃতিতে জানায়, ‘আইসিসির আচরণবিধির আর্টিকেল ২.১.৫ ধারা লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত হয়েছেন থিরিমান্নে। এ কারণে তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। ’

তবে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন থিরিমান্নে। ফলে, আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

প্রথম ইনিংসে থিরিমান্নে ১৬৮ বলে ৬২ রান করে বিদায় নেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।