ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের হারিয়ে সমতায় ফিরল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
প্রোটিয়াদের হারিয়ে সমতায় ফিরল কিউইরা ছবি : সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। আর এ জয়ের ফলে ১-১ এ সিরিজে সমতায় ফিরল কিউইরা।

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বিশ্বকাপের ফাইনালিস্টরা।

টসে জিতে আগে ব্যাটিং নিয়ে প্রোটিয়ারা ৪৯.৩ ওভার খেলে ২০৪ রানে গুটিয়ে যায়। শুরু থেকে নিউজিল্যান্ড বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দ. আফ্রিকা।

দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ছয় নম্বরে নামা ফারহান বেহারদিয়েন। ৮৭ বলে তার ব্যাট থেকে আসে ৫টি চারের সঙ্গে একটি ছক্কা। এছাড়া রিলে রুশো ৫১ বলে ৩৯, এবি ডি ভিলিয়ার্স ৪৫ বলে ৩১, ভারনন ফিল্যান্ডার ৪৯ বলে অপরাজিত ৩০ রান করেন। হাশিম আমলা ৮, ডেভিড মিলার ৫আর ডেভিড উইসি ৮ রান করেন।

২০৪ রানে প্রোটিয়াদের বেধে ফেলতে কিউইদের হয়ে তিনটি উইকেট তুলে নেন ১০ ওভারে ৩১ রান খরচ করা ব্রেসওয়েল। এছাড়া অ্যাডাম মিলনে ১০ ওভারে ৩৯ রান খরচ করে পান দুটি উইকেট।

২০৫ রানের টার্গেটে খেলতে নেমে ৩৩ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। দলকে বড় জয় পেতে সাহায্য করেন ওপেনার মার্টিন গাপটিল। ১৩৪ বলে ৯টি চার আর তিনটি ছয়ে ১০৩ রান করে তিনি অপরাজিত থাকেন। ওপেনিং জুটিতে টম ল্যাথামকে সঙ্গে নিয়ে গাপটিল জুটি গড়েন ১২৬ রানের। ল্যাথাম ৮১ বলে ৮টি চারে ৬৪ রানের ইনিংস সাজান।

ল্যাথামের পর দলীয় ১৪০ রানের মাথায় কেন উইলিয়ামসন ব্যক্তিগত ৭ রান করে ফিরে যান। তবে, গাপটিলকে সঙ্গ দিয়ে ২০ রান করা জর্জ ওরকার অপরাজিত থাকেন।

৪৪.৩ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।