ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গার অবসরে আইসিসি’র শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
সাঙ্গার অবসরে আইসিসি’র শ্রদ্ধা ছবি: সংগৃহীত

ঢাকা: খেলে ফেললেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি। শ্রীলঙ্কান জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যাবে না কুমার সাঙ্গাকারাকে।

বর্তমান সময়ে সাঙ্গার ব্যাটিংকে উপভোগ করেন না এমন সমর্থক খুব কমই পাওয়া যাবে। আর বর্ণাঢ্য ক্যারিয়ারের এ ক্রিকেটারের অবসরে খোদ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

ক্রিকেটের তিন ফরম্যাটেই অসাধারণ পারফরমেন্স করা সাঙ্গাকারাকে বিদায় বেলা শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সোমবার (২৪ আগস্ট) ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলে অবসরে যান এ কিংবদন্তি।

রিচার্ডসন বলেন, ‘ক্রিকেট থেকে একজন গ্রেট তারকা অবসর নিল। তিনি ক্রিকেটের পাশাপাশি একজন দূত হিসেবেও অসাধারণ। তিনি তার ক্যারিয়ারে ব্যাটিং ও উইকেটের পেছনে কিপিংটাও দারুণ উপভোগ করেছেন। সাঙ্গা ক্রিকেটের জন্য উদাহারণ হয়ে থাকবেন। ’

সাঙ্গাকারা বিগত ১৫ বছর ধরে ক্রিকেটে নিজের আধিপত্য বিস্তার করে রাখেন। এ সময় তিনি ১৩৪ টেস্টে ১২,৪০০ রান, ৪০৪ ওয়ানডেতে ১৪,২৩৪ রান ও ৫৬ টি-টোয়েন্টিতে ১৩,৮২ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।