ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিলার মিলারকে স্মিথের পরামর্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
কিলার মিলারকে স্মিথের পরামর্শ ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার মিডলঅর্ডার ব্যাটিংয়ে নিজের আধিপত্য বিস্তার করেছেন ডেভিড মিলার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ দিকে দলের রান বাড়িয়ে দেওয়ার কাজও করেছেন বেশ কয়েকবার।

তবে হঠাৎই যেন নিজের ফর্ম হারিয়ে ফেললেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

প্রোটিয়াদের হয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরমেটের ম্যাচে দাপট দেখানো মিলার বেশ কিছুদিন ধরে রান খরায় ভুগছেন। যার প্রভাব পড়ছে দলের ম্যাচগুলোতেও। সর্বশেষ ১০ ম্যাচ আগে ওয়ানডেতে করেছেন অর্ধশতক। তার ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করেছেন দলটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

মিলারকে পরামর্শ দিয়ে স্মিথ বলেন, ‘দেখুন মিলারকে, তাকে এখন এলবিডব্লিউ, কট বিহাইন্ড ও শট বলের দ্বারা ঘায়েল করা যাচ্ছে খুব সহজেই। তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটিং করার সময় সে তার পায়ের মুভমেন্ট কেমন হচ্ছে। তার মাথাকে বল থেকে এড়িয়ে রান করতে হবে। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ রান করে বিদায় নেন কিলার মিলার খ্যাত এ মারকুটে ব্যাটসম্যান। তিনি যখন ডাগ ব্রেসওয়েলের বলে আউট হন, তখন বল বেশ তাড়াহুড়ো করে আগে ব্যাট চালিয়ে দেওয়ার কারণে আউট হয়েছেন বলে বিশ্বাস করেন স্মিথ।

স্মিথ আরো বলেন, ‘টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য মিলার সমস্যায় পড়ছে। আর এর বড় কারণ হচ্ছে আগে ব্যাট চালানো। আমি ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেনকে দেখেছি। সে কখনোই আগে ব্যাট চালাতো না। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।