ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন সাবেক প্রোটিয়া লেগস্পিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
চলে গেলেন সাবেক প্রোটিয়া লেগস্পিনার ছবি : সংগৃহীত

ঢাকা: পরপারে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ। মঙ্গলবার (২৫ আগস্ট) মৃত্যুর সময় এ লেগস্পিনারের বয়স হয়েছিল ৯০ বছর।

১৯৪৭ থেকে ১৯৫৭ পর্যন্ত প্রোটিয়াদের হয়ে নয়টি টেস্টে ১২টি উইকেট নিয়েছিলেন তিনি।

জাতীয় দলের ক্যারিয়ার খুব সমৃদ্ধ না হলেও স্মিথ নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ১৮৯ রানের বিনিময়ে সাতটি উইকেট নিয়েছিলেন। যেখানে ইংলিশরা ফলোঅনে যেতে বাধ্য হয়েছিল।

এদিকে প্রথম শ্রেনীর ক্রিকেটে স্মিথের রেকর্ড ছিল দারুণ। ৯৭টি ম্যাচ খেলে ২২.৫৫ গড়ে তিনি ৩৬৫টি উইকেট পেয়েছিলেন।

স্মিথের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী হারুণ লরগাত বলেছেন, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তার পরিবারের প্রতি গভিরভাবে সমবেদনা জানাচ্ছে। সেই সঙ্গে তার বন্ধু ও ক্রিকেট সতীর্থদের প্রতিও। ’

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।