ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতে নিল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
সিরিজ জিতে নিল প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ঢাকা: ডারবানে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে ৬২ রানে হারিয়েছে প্রোটিয়ার।

ফলে, ২-১ এ সিরিজ জিতে নিল স্বাগতিকরা। দ. আফ্রিকার ছুঁড়ে দেওয়া ২৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২১ রানেই থেমে যেতে হয় কিউইদের।

টস জিতে আগে ব্যাট করা দ. আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৮৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন দলপতি এবি ডি ভিলিয়ার্স।

তার ৪৮ বলের ইনিংসে ছিল ৮টি চার আর একটি ছক্কা। ঝড়ো এ ইনিংস খেলার পথে আট হাজার রানের মাইলফলক অতিক্রম করেন ডি ভিলিয়ার্স। ১৮২তম ইনিংসে আট হাজার রানে পৌঁছে এই ক্লাবের দ্রুততম রানের রেকর্ড গড়েন তিনি। ভারতের সৌরভ গাঙ্গুলির (২০০) দ্রুততম আট হাজার রান করার রেকর্ড ভাঙেন ভিলিয়ার্স।  
প্রোটিয়াদের ওপেনিং জুটিতেই আসে ৮৯ রান। ওপেনার ভ্যান উইক ১০০ বলে ৫৮ আর হাশিম আমলা ৫৫ বলে ৪৪ রান করেন। রিলে রুশো ৬ রানে বিদায় নিলেও ডেভিড মিলার করেন ৩৭ বলে ৩৬ রান। ছয় নম্বরে নামা ফারহান বেহারদিয়েন ৬টি চার আর একটি ছক্কায় মাত্র ২৮ বলে করেন ৪০ রান।

কিউইদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বেন হুইলার। এছাড়া গ্রান্ট ইলিয়ট দুটি উইকেট দখল করেন।

২৮৪ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৮ রানের মাথায় মার্টিন গাপটিল ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান। তবে, আরেক ওপেনার টম ল্যাথাম ধীর গতিতে ৭৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে নামা কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৩৯ রান (৫৯ বল)। জজ ওরকার ২১ রান করে উইসির বলে বোল্ড হন।

গ্রান্ট ইলিয়ট ২০ আর ব্রেসওয়েল ১৩ রান করেন। ছয় নম্বরে ব্যাট হাতে আসা কলিন মুনরো ৪৪ বলে ৩৫ রান করলেও সিরিজ বাঁচাতে ব্যর্থ হন।

প্রোটিয়াদের হয়ে ডেল স্টেইন ও কাইল অ্যাবোট একটি করে, কেগিসো রাবাদা ও ইমরান তাহির দুটি করে উইকেট তুলে নেন। তবে, ৯ ওভার বল করে ৫৮ রান খরচায় তিনটি উইকেট পান উইসি।

চার বল বাকী থাকতেই ২২১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।